West Bengal News LIVE Update: মালদা জেলা তৃণমূল সহ সভাপতিকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

West Bengal News LIVE Update: বছরের প্রথমেই ঠান্ডায় কাঁপছে ঝাড়গ্রাম। গতকাল থেকেই শীত বেড়েছিল। ঠান্ডা এতটাই যে ঠিক ভাবে কাজ করাই সম্ভব হচ্ছে না। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি হলেও তার অনুভূতি ১০ ডিগ্রির মতো

Last Updated: Thursday, January 2, 2025 - 11:56
West Bengal News LIVE Update: মালদা জেলা তৃণমূল সহ সভাপতিকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

2 January 2025, 12:00 PM

Malda: মালদহে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি।  আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। আক্রান্ত ওই তৃণমূল নেতার নাম দুলাল চন্দ্র সরকার। তিনি মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান।  প্রকাশ্যে দিবালোকে এই ঘটনা। ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইউড কারখানা থেকে ২০০মিটার দূরে এই ঘটনা। একটি বাইকে করে তিনজন এসে গুলি চালায়। পরপর গুলি চালানো হয় তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে। একটি গুলি লাগে দুলাল সরকারের মাথার কাছে। সংকটজনক পরিস্থিতিতে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

2 January 2025, 09:00 AM

Bagnan: বাগনানে ভয়াবহ আগুনে ভস্মীভূত হোটেল৷ গতকাল গভীর রাত্রে বাগনান থানার ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে লাইব্রেরীর মোড়ে স্থানীয় কয়েকজন দেখতে পান  হোটেলের ভয়াবহ আগুন ৷  আগুনে হোটেলটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়৷ জানা যায় ওই হোটেলটি বন্ধ করে দোকানে মালিক বাড়ি যায় ৷গভীর রাতে তার কাছে ফোন খবর যায় তার হোটেলে আগুন লেগেছে ৷ তড়িঘড়ি মালিক ঘটনাস্থলে এসে হোটেলটি জ্বলছে দেখতে পায়৷  খবর দেয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷হোটেলের ভিতরে তিনটি গ্যাস সিলিন্ডার ছিল যদিও দমকলের  কর্মীদের প্রচেষ্টায় সিলিন্ডার তিনটি বার করা সম্ভব হয়৷ দমকল আগুন নেভানোর ফলে আশেপাশে থাকা কয়েকটি দোকান এই আগুনের গ্রাস থেকে রক্ষা পায়৷ আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা   বলেই মনে করা হচ্ছে৷

 

2 January 2025, 09:00 AM

Kalna:বিশাখাপত্তনমে আয়োজিত ওয়ার্ল্ড যোগা কাপে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পেলেন কালনার জাপট জিএসএফপি প্রধান শিক্ষিকা পূর্ণিমা সমাদ্দার। পাশাপাশি পূর্বস্থলীর ধিতপুর প্রাথমিক বিদ্যালয় এর দ্বিতীয় শ্রেণীর পিয়ালী দাস ও একই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জুনিয়র গ্রুপেও প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল লাভ করে। সোমবার সকালে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের পূর্বস্থলীর পার্টি অফিসে তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এদিন সোমবার বিধায়ক তিনি বলেন তার সাফল্যে আমরা খুশি। আমাদের কৃষি মেলা শুরু হচ্ছে ৩রা জানুয়ারি। সেখানেও তাঁকে সংবর্ধনা দেয়া হবে। গত ২৮ শে ডিসেম্বর অন্ধ্রপ্রদেশে আয়োজিত হয়েছিল ওয়ার্ল্ড যোগা প্রতিযোগিতা আর সেখানেই সাফল্য পায় সে। অন্যদিকে কালনার বাসিন্দা পূর্ণিমা সমাদ্দার ৫১ থেকে ৫৫ বছর বয়সী বিভাগে ট্রেডিশনাল যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনিও প্রথম স্থান অধিকার করেন। এ প্রসঙ্গে পূর্ণিমা দেবী তিনি বলেন, ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফাউন্ডেশন এর আয়োজনে ২৮ ডিসেম্বর আয়োজিত হয়েছিল এই খেলা আর সেখানে সাফল্য পেয়েছি।

 

2 January 2025, 09:00 AM

Midnapur: ভিন রাজ্যে কাজে গিয়ে যুবকের মৃত্যু ঘিরে ধোঁয়াশা। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ছেলে মেনে নিতে পারেনি হতদরিদ্র বাবা-মা। জানা যায় ৮ দিন আগেই রামজীবনপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম রায়ের একমাত্র ছেলে গৌরাঙ্গ রায়(২০) আমেদাবাদে রং এর কাজ করতে যায়। আর মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা জানতে পারেন তাদের ছেলে আহমেদাবাদ রেলস্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে একটি জঙ্গলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আর এই খবর পরিবারের কাছে আসতেই শোকে কাতর পরিবারের সদস্যরা। গৌরাঙ্গের বাবা গৌতম রায় ও এলাকার সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেন না কেনোই বা আত্মহত্যা করতে যাবে গৌরাঙ্গ। এখন কিভাবে আমেদাবাদ থেকে গৌরাঙ্গের মৃতদেহ আনা হবে সেই নিয়েও সমস্যায় পড়েছে পরিবারের লোকজন। ইতিমধ্যেই পুলিস প্রশাসনকে তারা বিষয়টি জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত পরিবারের পাশে দাঁড়ায়নি কেউ। দরিদ্র পরিবারের দাবি তারা চায় তাদের ছেলেকে যেকোনোভাবে রাজ্যে ফিরিয়ে আনা হোক।

 

2 January 2025, 08:45 AM

Singur Andolan Local: সিঙ্গুর আন্দোলন লোকালকে সিঙ্গুর থেকেই চালাতে হবে। তারকেশ্বর বা হরিপাল পর্যন্ত সম্প্রসারণ করা যাবে না। এই দাবিতে গতকাল সিঙ্গুরে ওই ট্রেন আটকে দেওয়া হয়। মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে সিঙ্গুরের রেল আটকে যাত্রীরা বিক্ষোভ করে। দেড় ঘন্টা পর ট্রেনটি হাওড়া ফিরে যায়। রেলের পক্ষ থেকে জানানো হয় নতুন বছরে নতুন সময়সূচি মেনেই চলবে ট্রেন।
আজ ৩৭৩৫৩ আপ তারকেশ্বর লোকাল ৫.১৭ হাওড়া ছেড়ে সিঙ্গুর ঢোকার কথা ছিল ৬.৩৩ মিনিটে। আজ কিছুটা দেরিতে সিঙ্গুরে ঢোকে ৭.১২ মিনিটে। তারপর তারকেশ্বরের উদ্দেশ্য রওনা দেয়। সিঙ্গুর আন্দোলন লোকাল সিঙ্গুর থেকেই ছাড়তে হবে এই দাবিতে আন্দোলনকারীদের আজ আর দেখা মেলেনি সিঙ্গুর স্টেশন  চত্বরে। বিক্ষোভকারীদের মোকাবিলায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছিল। আরপিএফ, জিআরপির পাশাপাশি ছিল রাজ্য পুলিসও। সিঙ্গুরের যাত্রী যারা সকালের ট্রেনে যাত্রা করেন তারা চাইছেন সিঙ্গুর থেকেই ট্রেন ছাড়ুক।

 

2 January 2025, 08:45 AM

Jhargram: বছরের প্রথমেই ঠান্ডায় কাঁপছে ঝাড়গ্রাম। গতকাল থেকেই শীত বেড়েছিল। ঠান্ডা এতটাই যে ঠিক ভাবে কাজ করাই সম্ভব হচ্ছে না। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি হলেও তার অনুভূতি ১০ ডিগ্রির মতো। প্রচন্ড ঠান্ডায় সকালে লোকজন কিছুটা কম রাস্তায়। সকালে সব্জি মাছ বিক্রেতা রা প্রচন্ড ঠান্ডায় কিছুটা সমস্যায় পড়েছেন। আগুন জ্বেলে হাত পা গরম করে ফের কাজ শুরু করছেন। তবে এই প্রচন্ড ঠান্ডায় খুশি পর্যটক রা। ঠান্ডার পাশাপাশি খেজুরগুড় ও ভালো পাচ্ছেন তারা। সব মিলিয়ে ফের ঠান্ডা ফিরে আসায় দিন আনা দিন খাওয়া লোকের কিছুটা সমস্যা হলেও খুশি সকলে।

2 January 2025, 08:45 AM

ED: সল্টলেক বি বি ব্লকের ৩৯ নম্বর আবাসনের দোতলায় একটি ফ্ল্যাটে হানা দিল ইডি। সদানন্দ ঝা নামে এক ব্যক্তির গ্যারাজে তল্লাশি চলে। সদানন্দ ঝার দুই ছেলে। রাজু আর গোপাল। তার মধ্যে রাজুকে তুলে নিয়ে অন্য আরেকটি ঠিকানায় যায় ইডি। রাজুর দাদা গোপাল ভিআইপি রোড হলদিরামের কাছে থাকে। রাজুকে নিয়ে সেই বাড়িতে যায় ইডি। চেন্নাইয়ের একটি আর্থিক দুর্নীতি মামলার তদন্তে নেমেছে ইডি। আর এন ১৩ বাই ৫, বাগুইআটির রঘুনাথপুরের একটি আবাসনে রাজুকে নিয়ে ঢুকল ইডি।

2 January 2025, 08:45 AM

Bangladesh: অসুস্থ জেলবন্দি ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। আজ চট্টগ্রাম আদালতে তাঁর জামিন মামলার শুনানির কথা রয়েছে। তাঁর হে আইনি লড়াইয়ের জন্য ২৫ জনের একটি টিম তৈরি হয়েছে। আদৌ ওই মামলার শুনানি হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁর অনুগামীরা।