নিম্নচাপ সরলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

আগামী কয়েকদিন উত্তবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর

Updated By: Sep 9, 2019, 10:22 AM IST
নিম্নচাপ সরলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

নিজস্ব প্রতিবেদন: নিম্নচাপ সরে গিয়েছে মধ্যপ্রদেশে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ, বাঁকুড়া, ক্যানিং হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

আরও পড়ুন-উত্তাল সমুদ্রে ৫ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াই, তেলের ব্যারেল আঁকড়ে দীঘায় উঠলেন ৩ মত্সজীবী

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, আগামী কয়েকদিন উত্তবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে প্রবল বৃষ্টিতে ভিজবে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের ৫ জেলা। বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে।

কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্থি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-চন্দ্রযান-২ অভিযানের জটিলতা ওরা বুঝবে কীভাবে! পাক মন্ত্রীকে তুলোধনা ডিআরডিও প্রধানের

সোমাবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ২১.১ মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য কোন সতর্ক বার্তা নেই পশ্চিমবঙ্গের উপকূলে ।

 

.