খেলার ছলে বর্বরতা! বিড়ালছানাকে নৃশংসভাবে হত্যার চেষ্টা, আটক ৩

স্রেফ আনন্দ পাওয়ার জন্য এমন নৃশংসতা!

Updated By: May 23, 2021, 06:44 PM IST
খেলার ছলে বর্বরতা! বিড়ালছানাকে নৃশংসভাবে হত্যার চেষ্টা, আটক ৩

নিজস্ব প্রতিবেদন: খেলার ছলে বর্বরতা। স্রেফ আনন্দ পাওয়ার জন্য অবলা প্রাণীকে হত্যার চেষ্টা করল তিনজন! তাঁদের মধ্যে ২ জন আবার নাবালক। প্রায় ৩০ ফুট উপর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হল বিড়ালছানাকে। স্রেফ ক্যামেরাবন্দি করাই নয়, মর্মান্তিক দৃশ্যটি স্লো মোশনের এডিট করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করল তারা। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। পশুপ্রেমী সংগঠনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আটক করেছে পুলিস।

আরও পড়ুন: কলকাতা, বাঁকুড়ার পর এবার শিলিগুড়ি, ফের Black Fungus-এ আক্রান্তের হদিশ রাজ্যে

ঘটনাস্থল, আসানসোল দক্ষিণ থানার সুমিতপল্লি এলাকা। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রথমে কাপড়ে জড়িয়ে বিড়াল ছানাটি ওপরের দিকে ছুঁড়ে দেওয়া হল। শেষপর্যন্ত নিচে ড্রেনের উপর ছিটকে পড়ল অবলা প্রাণীটি। তারপর? এই দৃশ্যের পরের ঘটনা অবশ্য জানা যায়নি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। ফলে রীতিমতো শোরগোল পড়ে যায়।

কারা ঘটাল এমন নৃশংসকাণ্ড? অভিযুক্তদের শনাক্ত করতে আসরে নামে 'ভয়েসলেস' নামে রানীগঞ্জের একটি পশুপ্রেমী সংগঠন। তিনজনকে খোঁজ পেয়ে যান সংগঠনের সদস্যরা। জানা যায়, অভিযুক্তদের মধ্যে দু'জনই নাবালক। সকলেরই বাড়ি আসানসোলের বুধা এলাকায়। তাদের আটক করেছে পুলিস।  

আরও পড়ুন: ঘণ্টায় সর্বোচ্চ ১৬৫ কিলোমিটার গতিতে সাগর-পারাদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে ইয়াস

.