কলকাতা, বাঁকুড়ার পর এবার শিলিগুড়ি, ফের Black Fungus-এ আক্রান্তের হদিশ রাজ্যে
করোনা আবহে আতঙ্ক ছড়াচ্ছে মারণ ছত্রাক।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা, বাঁকুড়ার পর এবার শিলিগুড়ি। ফের ব্ল্যাক ফাঙ্গাসে (Black Fungus) আক্রান্তের হদিশ মিলল রাজ্যে। মুখে কালো ছোপ, নাক-চোখ ফুলে গিয়েছে। এমনই উপর্সগ নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হলেন এক মহিলা।
জানা গিয়েছে, শিলিগুড়ির প্রধান নগর এলাকার বাড়ি মাঝ-বয়সী ওই মহিলার। ডায়াবেটিসে সমস্যা তো ছিলই, দিন কয়েক করোনা সংক্রমণের কবলে পড়েন তিনি। চিকিত্সায় সেরেও উঠেছিলেন। কিন্তু ফের মুখে কালো ছোপ, নাক-চোখ ফুলে যাওয়ার মতো নানা উপসর্গ দেখা দেয়। এরপর ওই মহিলাকে আনা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, আপাতত ENT বিভাগের রোগীর চিকিত্সা চলছে। তিনি ব্ল্যাক ফাঙ্গাসে (Black Fungus) আক্রান্ত বলেই মনে করছেন চিকিত্সকরা। তবে রিপোর্ট আসেনি এখনও। ওই মহিলাকে পর্যবেক্ষণে রেখেছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের চিকিত্সকদের নিয়ে তৈরি টিম।
আরও পড়ুন: একই দিনে করোনায় তিনজনের মৃত্যু, ধূপগুড়িতে তীব্র চাঞ্চল্য
করোনায় রক্ষা নেই, এবার দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। খাস কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ইতিমধ্যেই মারণ ছত্রাকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এক মহিলা। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে আবার তিনজন করোনা আক্রান্তের শরীরেও মিলেছে ব্ল্যাক ফাঙ্গাস। এই রোগ প্রতিরোধে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন: উপকূলে চলছে ড্রোন দিয়ে নজরদারি, Yaas মোকাবিলায় রাজ্যে NDRF-এর ৩২ টিম