আইনজীবীর মাধ্যমে আদালতে গৃহবন্দি রাখার আবেদন ছত্রধরের, সোমবার হতে পারে শুনানি

গত ২৮ মার্চ আমিলিয়া গ্রামে তাঁর াড়ি থেকে তাঁকে গ্রেফতার করে এনআইএ।  

Updated By: Jun 5, 2021, 02:30 PM IST
আইনজীবীর মাধ্যমে আদালতে গৃহবন্দি রাখার আবেদন ছত্রধরের, সোমবার হতে পারে শুনানি

নিজস্ব প্রতিবেদন- এনআইএ আদালতে রাজধানী এক্সপ্রেস পণবন্দি এবং খুনের মামলায় তাঁকে গৃহবন্দি রাখার আবেদন জানালেন ছত্রধর মাহাতো (Chhatradhar Mahato)। জঙ্গলমহলের তৃণমূল নেতা ছত্রধর মাহাতো আদালতের কাছে ব্যক্তিগত আইনজীবী মারফৎ এই আবেদন জানিয়েছেন। ছত্রধরের আইনজীবী আদালতকে জানান, ছত্রধর অসুস্থ। তাই তিনি বাড়িতে থেকেও তদন্তে সব রকমের সহযোগিতা করতে চান। গৃহবন্দি থাকার আবেদন জানিয়েছেন আদালতের কাছে। আগামী সোমবার আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা।।

আরও পড়ুন:  'নেত্রীর কাছে ক্ষমাপ্রার্থী', তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন মালদহ জেলা পরিষদ সদস্যের

২০০৯ সালের ২৭ অক্টোবর ঝাড়গ্রামের বাঁশতলায় ভুবনেশ্বর থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) আটক করেছিল মাওবাদী (Maoists) ও জনসাধারণের কমিটি। রাজধানী-আটকের সময় ছত্রধর জেলবন্দি ছিলেন। তাঁর মুক্তির দাবিতেই বাঁশতলায় রাজধানী এক্সপ্রেস থামিয়েছিল মাওবাদীরা।এনআই (NIA) এ দাবি করে, জেলে বসেই গোটা ষড়যন্ত্র প্ল্যান করেছিলেন ছত্রধর। এছাড়াও ২০০৯ সালে সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের মামলাতেও তাঁকে অভিযুক্ত করা হয়। ছত্রধরের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই জঙ্গলমহলে ভোট-পর্বের পর গত ২৮ মার্চ তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা।

আরও পড়ুন: ফের উত্তপ্ত Jagaddal, রাতে রাস্তার আলো নিভিয়ে চলল মুহুর্মুহু বোমাবাজি, গ্রেফতার ৩

আপাতত জেল হেফাজতে রয়েছেন ছত্রধর। গত ২৮ মার্চ আমিলিয়া গ্রামে তাঁর াড়ি থেকে তাঁকে গ্রেফতার করে এনআইএ।

 

.