১০০০ টাকা চাঁদা না দিলে স্কুলে ভর্তি নেওয়া হবে না!

স্কুল কর্তৃপক্ষ চন্দনা রায়ের কাছে ভর্তি ফি বাবদ ৭১০ টাকা এবং চাঁদা বাবদ এক হাজার চাকা দাবি করে বলে অভিযোগ।

Updated By: Jan 31, 2018, 01:32 PM IST
১০০০ টাকা চাঁদা না দিলে স্কুলে ভর্তি নেওয়া হবে না!

নিজস্ব প্রতিবেদন : স্কুলের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে এক হাজার টাকা চাঁদা দিতে হবে। নইলে ছাত্র ভর্তি নেওয়া হবে না। গুরুতর অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়ের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ।

নেতাজিপাড়ার বাসিন্দা চন্দনা রায়ের অভিযোগ, ছেলেকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য তিনি ওই স্কুলে যান। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ চন্দনা রায়ের কাছে ভর্তি ফি বাবদ ৭১০ টাকা এবং চাঁদা বাবদ এক হাজার চাকা দাবি করে। পেশায় পরিচারিকা চন্দনা রায় তা দিতে অস্বীকার করেন। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ উত্তরে জানায় চাঁদা না হলে ছাত্রকে ভর্তি নেওয়া হবে না।

আরও পড়ুন, মামার কীর্তি! বাথরুম থেকে উদ্ধার নগ্ন প্রতিবন্ধী ভাগ্নি

এরপরই জলপাইগুড়ি জেলা উচ্চ বিদ্যালয় পরিদর্শক স্বপন সামন্তর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন চন্দনাদেবী। একইসঙ্গে তিনি অভিযোগ জানান পশ্চিমবঙ্গ প্রাইভেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেও। পরে চাপের মুখে চন্দনা রায়ের ছেলেকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নেয় স্কুল কর্তৃপক্ষ।

যদিও অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক অভিজিত গুহের বক্তব্য, "স্কুলের অনেক ছাত্রই এখনও টাকা দিতে পারেনি। কিন্তু তাদের সবাইকেই ভর্তি করে নেওয়া হয়েছে।"

আরও পড়ুন, এসপ্তাহেই বিদায় নেবে শীত, আগামী সোমবার থেকে গরম পড়বে দক্ষিণবঙ্গে

স্কুল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও একইরকমভাবে চাঁদা চাওয়ার অভিযোগ করেছে ষষ্ঠ শ্রেণির আরেক ছাত্রও। একইসঙ্গে তার অভিযোগ, চাঁদা দেওয়া না হলে বাড়িতে নোটিস পাঠানো হবে বলেও 'হুমকি' দেওয়া হয়েছে।

.