দুর্যোগ পেরিয়ে খড়গপুর আইআইটির সমাবর্তনে যোগ দিলেন রাষ্ট্রপতি

৬ বছর পর খড়গপুর আইআইটির সমাবর্তনে যোগ দিলেন রাষ্ট্রপতি। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, 'আইআইটিতে ছাত্রীদের সুযোগ আরও বাড়াতে হবে।' রাজ্যে নারীরা নানা ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন বলে উল্লেখ করে পাশে উপবিষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে উদাহরণ হিসাবে তুলে ধরেন তিনি। 

Updated By: Jul 20, 2018, 08:03 PM IST
দুর্যোগ পেরিয়ে খড়গপুর আইআইটির সমাবর্তনে যোগ দিলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদন: দুর্যোগ উপেক্ষা করে খড়গপুর আইআইটির সমাবর্তনে যোগ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন রাষ্ট্রপতির সঙ্গে মঞ্চে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

শুক্রবার অনুষ্ঠানের আগে বজ্রবিদ্যুত্সহ প্রবল বর্ষণে লন্ডভন্ড হয়ে যায় সভাস্থল। পুড়ে যায় সাউন্ড সিস্টেম-সহ একাধিক বিদ্যুতিন সরঞ্জাম। ঝড়বৃষ্টির জেরে সভাস্থলে পৌঁছতে দেরি হয়ে যায় রাষ্ট্রপতিরও। কলাইকুণ্ডা থেকে হেলিকপ্টারে বেলা ১১টায় খড়গপুরে পৌঁছনোর কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় সড়কপথে তাঁকে সভাস্থলে পৌঁছতে হয়। রাষ্ট্রপতি পৌঁছনোর পর বেলা ১১.৩০ নাগাদ শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান। 

মুকুল ‘মুক্ত’, এক ডজন মামলা খারিজ হাইকোর্টে

৬ বছর পর খড়গপুর আইআইটির সমাবর্তনে যোগ দিলেন রাষ্ট্রপতি। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, 'আইআইটিতে ছাত্রীদের সুযোগ আরও বাড়াতে হবে।' রাজ্যে নারীরা নানা ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন বলে উল্লেখ করে পাশে উপবিষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে উদাহরণ হিসাবে তুলে ধরেন তিনি। 

.