আনন্দপুরে অপেক্ষায় পরিবার, ভাইফোঁটার আগের দিন পুকুর থেকে উদ্ধার গৃহবধূর দেহ

নিজস্ব প্রতিবেদন: ফোঁটার অপেক্ষায় রইল ভাই। পরিবর্তে ভাইফোঁটার আগের দিনই মৃত্যুর খবর এল বোনের। শোকের ছায়া আনন্দপুরে পায়েলের বাড়িতে। সোমবার নরেন্দ্রপুরের চাঁদপুরে একটি পুকুর থেকে উদ্ধার হয় গৃহবধূ পায়েলের মৃতদেহ।

আরও পড়ুন-ভয়সন্ধেয় কেঁপে উঠল জলঙ্গীর ঘোষপাড়া, মজুত বোমা বিস্ফোরণে নিহত ৩

বছর সাতেক আগে আনন্দপুরের বাসিন্দা পায়েলের বিয়ে হয় চাঁদপুরের প্রদীর শিকারী নামে এক ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে। কিন্তু বিয়ের পরই পায়েল বুঝতে পেরে যায় এর আগেও একটি বিয়ে করেছিল প্রদীপ। সেই বিয়ে মেনে নিয়েই সংসার করছিল পায়েল। তাদের ৫ বছরের একটি ছেলে ও ৩ বছরের একটি মেয়ে রয়েছে।

পায়েলের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পায়েলের ওপরে অত্যাচার শুরু করেছিল প্রদীপ। এছাড়া প্রদীপের আগের পক্ষের বৌ টুম্বা ও তার ছেলেরা পায়েলের ওপরে অত্যাচার করত। তারাই তাকে মেরে পুকুরে ফেলে দিয়েছে। পায়েলের শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে।

আরও পড়ুন-বাজি ফাটাতে গিয়ে হাতেই বিস্ফোরণ, উড়ে গেল যুবকের কব্জি

ওই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। মূল অভিযুক্ত প্রদীপ শিকারী ও তার মাকে গ্রেফতার করেছে পুলিস। আজ তাদের বারুইপুর আদালতে তোলা হবে।

English Title: 
Housewife’s body recovered from a pond in Narendra Pur
News Source: 
Home Title: 

আনন্দপুরে অপেক্ষায় পরিবার, ভাইফোঁটার আগের দিন পুকুর থেকে উদ্ধার গৃহবধূর দেহ

আনন্দপুরে অপেক্ষায় পরিবার, ভাইফোঁটার আগের দিন পুকুর থেকে উদ্ধার গৃহবধূর দেহ
Yes
Is Blog?: 
No
Section: