ভয়সন্ধেয় কেঁপে উঠল জলঙ্গীর ঘোষপাড়া, মজুত বোমা বিস্ফোরণে নিহত ৩

নেপথ্যে অন্য কোনও চক্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে

Updated By: Oct 29, 2019, 12:47 PM IST
ভয়সন্ধেয় কেঁপে উঠল জলঙ্গীর ঘোষপাড়া, মজুত বোমা বিস্ফোরণে নিহত ৩

নিজস্ব প্রতিবেদন: ফের মজুত বোমা বিস্ফোরণ জলঙ্গীতে। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হল ৩ জনের। আহত হয়েছে একজন। নিহতরা গরু পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ।

আরও পড়ুন-এবার ভাইফোঁটার মিষ্টিতে বিশেষ আকর্ষণ 'নোবেল সন্দেশ'

সোমবার ভরসন্ধেয় প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে জলঙ্গীর রায়পুরের ঘোষপাড়া। একটি ঘরের মধ্যেই ওই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। মারাত্মক আহত হন একজন। প্রতিবেশীরা গিয়ে দেখেন ঘরের মধ্যে পড়ে রয়েছে তিন জনের রক্তাক্ত দেহ।

পুলিস সূত্রে জানা যাচ্ছে নিহত ৩ জন হল নান্টু মোল্লা, মিন্টু মণ্ডল ও ছবি সেখ। ঘরে থেকে উদ্ধার করা হয়েছে ৬টি তাজা বোমা। ঘরটিকে ঘিরে রেখেছে পুলিস। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন-জেনে নিন ভাইফোঁটার দিন, ক্ষণ, নির্ঘণ্ট

ঘটনার তদন্তে নেমেছে পুলিস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মজুত বোমা ফেটেই ওই বিস্ফোরণ ঘটেছে। তবে বোমা বাঁধার তত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নেপথ্যে অন্য কোনও চক্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

.