Jhalda Councillor Murder: দোলে 'বেরঙিন' ঝালদা, কাউন্সিলর খুনের প্রতিবাদে উৎসববিমুখ আমজনতা
দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি উঠেছে।
নিজস্ব প্রতিবেদন: দোল উৎসবে যখন মাতোয়ারা গোটা রাজ্য, তখন বেরঙিন ঝালদা। কংগ্রেস কাউন্সিলরকে খুনের (Jhalda Councillor Murder) প্রতিবাদে উৎসব থেকে মুখ ফেরালেন স্থানীয় বাসিন্দারা। এমনকী, রঙ না খেলার আর্জি জানিয়ে মাইকিং করা হল এলাকায়।
দেখতে দেখতে ৫ দিন পেরিয়ে গেল। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। তাও আবার প্রকাশ্যে রাস্তায়! স্রেফ নিহতের ভাইপো দীপক কান্দুর গ্রেফতারি নয়, ঘটনার তদন্তে উঠেছে এসে বেটিং-তত্ত্ব। সন্দেহভাজন আততায়ীর স্কেচ প্রকাশ করেছে সিট। অভিযুক্তের খোঁজ দিতে পারলে মিলবে পুরস্কার।
আরও পড়ুন: Dubrajpur Dead: দোলের দিন বন্ধুদের সঙ্গে রং খেলা, এরপর মর্মান্তিক ঘটনা! বাড়ি ফিরল ২ যুবকের নিথর দেহ
সূত্রের খবর, পুরভোটের ফল নিয়ে নিহত কাউন্সিলর তপন কান্দু ও ধৃত দীপক কান্দুর বাবা নরেনের মধ্যে প্রায় বেটিং হয়। এই বেটিংয়ে সাক্ষী ছিলেন স্থানীয় ৩ রাজনৈতিক নেতা। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে তপন কান্দুর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হয়েছিলেন তাঁর ভাইপো, নরেনের ছেলে দীপক। ভোটের জেতার পর ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল তপন কান্দুকে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে সিট।
আরও পড়ুন: Video: সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ির সামনে বোমাবাজি
'শান্তিপ্রিয়' ঝালদায় কেন খুন হতে হল কাউন্সিলর তপন কান্দুকে? দোষীদের গ্রেফতার ও শান্তির দাবিতে সোচ্চার স্থানীয় বাসিন্দারা। ক্ষোভ এতটাই যে, এবার দোল উৎসব পালন করলেন না তাঁরা। বরং নীরব প্রতিবাদে শামিল হওয়ার বার্তা দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। শহরের বিভিন্ন এলাকায় চলল মাইকিং। সেই আহ্বানে সাড়াও মিলল।