মামলা লড়তে লড়তেই হার্ট অ্যাটাক, বার অ্যাসোসিয়েশনের অফিসে মৃত্যু আইনজীবীর
জানা গিয়েছে এদিন দুপুর ২টো নাগাদ, কোর্ট থেকে একটি মামলা লড়ে সিঁড়ি দিয়ে উঠে আসার সময়েই অসুস্থ হয়ে পড়েন তিনি।
নিজস্ব প্রতিবেদন: আদালতে কাজ করতে করতেই মৃত্যু হল আইনজীবীর। বৃহস্পতিবার আলিপুর জজ কোর্টের বার এসোসিয়েশন এর অফিসের ভেতরেই হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় আদালতে।
আরও পড়ুন: সকালে সিসিউতে, বিকেলে 'উধাও', খোঁজ নিতেই জানা গেল ভয়ঙ্কর পরিণতি করোনা রোগীর
জানা গিয়েছে এদিন দুপুর ২টো নাগাদ, কোর্ট থেকে একটি মামলা লড়ে সিঁড়ি দিয়ে উঠে আসার সময়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। অফিসে নিজের চেয়ারে বসেই জ্ঞান হারান তিনি। সহকর্মীরা প্রাথমিক শুশ্রুষা করার চেষ্টা করলেও কোনও সাড়া মিলছিল না। এমনকী জল খাওয়াতে গেলেও কোনও সাড়া দেননি তিনি।
এরপরই চিকিৎসকরা জানান, মৃত্য়ু হয়েছে তাঁর। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগ আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে আইনজীবীর গেছেন। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে পরিবারকে। যদিও ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।