গাছে মিলল কনট্রাক্টরের ঝুলন্ত দেহ, উদ্ধার মদের বোতল-গ্লাস

মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ৷

Updated By: Jan 26, 2019, 05:46 PM IST
গাছে মিলল কনট্রাক্টরের ঝুলন্ত দেহ, উদ্ধার মদের বোতল-গ্লাস

নিজস্ব প্রতিবেদন : গাছ থেকে এক কনট্রাক্টরের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের মালিকাপুরে। জানা গিয়েছে,  মৃতের নাম তপন হালদার।

আরও পড়ুন, আগুন নেভাবে এবার অত্যাধুনিক রোবট

বিডিও অফিসের কনট্রাক্টর ছিলেন তপন হালদার। আজ সকালে এলাকার বাসিন্দারা একটি গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন ৷ সাথে সাথেই খবর দেওয়া হয় সোনারপুর থানায় ৷ পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ৷ দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন, প্রজাতন্ত্র দিবসে ভারতের 'অভিনব' মানচিত্র তৈরি করে তাক লাগালেন হুগলীর শিল্পী

পুলিস জানিয়েছে, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মৃতের বাইক, মদের বোতল, গ্লাস প্রভৃতি ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রথমে খুন করা হয় তপন হালদারকে। খুনের পর তারপর ঝুলিয়ে দেওয়া হয় দেহ ৷

আরও পড়ুন,প্রথমবার মহিলা বাহিনীর কুচকাওয়াজ, প্রজাতন্ত্র দিবসে নারীশক্তির জয়গান রাজপথে

জানা গিয়েছে, মৃতের বাড়ি বারুইপুর থানা এলাকার উত্তরভাগে ৷ তবে সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি ৷ খুনের ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ ৷

আরও পড়ুন, মাইনাস ৩০ ডিগ্রিতে জীবন বাজি রেখে তেরঙা উত্তোলন সেনার

পুলিসের অনুমান, ঠিকেদারি সংস্থার সঙ্গে যুক্ত থাকার কারণে কাঁচা টাকার লেনদেনের সঙ্গে যুক্ত থাকতে হত তপন বাবুকে। আর্থিক লেনদেন থেকে তৈরি হওয়া কোনও শত্রুতা বা ব্যবসায়িক কারণেও খুন করা হতে পারে তপন বাবুকে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই জানা যাবে প্রকৃত মৃত্যুর কারণ।

.