Bankura School: শিক্ষিকারা ইচ্ছামতো আসেন, আবার চলেও যান! স্কুলে তালা ঝোলালেন অভিভাবকরা
অভিযোগ, শিক্ষিকাদের বারবার অনুরোধ করা সত্ত্বেও পরিস্থিতি বদলায়নি। অবশেষে ধৈয্যের বাঁধ ভাঙল অভিভাবকদের।
মৃত্যুঞ্জয় দাস: ফের স্কুলে 'বেনিয়ম'। ইচ্ছামতো আসেন, আবার চলেও যান শিক্ষিকারা! কেন? স্কুলের মেন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। সঙ্গে রাস্তা অবরোধও! জলপাইগুড়ির পর এবার বাঁকুড়া।
জানা গিয়েছে, বাঁকুড়া ১ নম্বর ব্লকের শুনুকপাহাড়ি গার্লস হাইস্কুলে স্থায়ী শিক্ষক ৫ জন। অভিভাবকদের দাবি, সবাই নয়, কয়েকজন শিক্ষিকা নিয়মের তোয়াক্কা করেন না। যখন ইচ্ছা হয়, স্কুলে আসেন। ঠিকমতো ক্লাস নেন না। এমনকী, ছুটিও নেন মর্জিমাফিক! ফলে ব্যাহত হচ্ছে পঠন-পাঠন।
অভিযোগ, শিক্ষিকাদের বারবার অনুরোধ করা সত্ত্বেও পরিস্থিতি বদলায়নি। অবশেষে ধৈয্যের বাঁধ ভাঙল অভিভাবকদের। তখনও স্কুল চালু হয়নি। এদিন সকালে মেনে গেটে তালা ঝুলিয়ে দেন অভিভাবক। স্রেফ শিক্ষিকারা নন, স্কুলে ঢুকতে পারেনি পড়ুয়ারাও। এরপর বাঁকুড়া থেকে রানীবাঁধ যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।
কেন এমন পরিস্থিতি? স্কুলের অংকের শিক্ষিকার দিকে আঙুল তুলেছেন শুনুকপাহাড়ি গার্লস হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তাঁর দাবি, ওই শিক্ষিকার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে। স্কুলের তরফেও তাঁকে অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেন না। অভিযোগ অস্বীকার করেছেন অংকের শিক্ষিকা।
আরও পড়ুন: Nadia News: সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নামলেন একে একে ৩ যুবক, চোখের সামনে ঘটে গেল মর্মান্তিক ঘটনা
এর আগে, জলপাইগুড়ির য়নাগুড়ি ব্লকের ভান্ডানি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবক।অভিযোগ সেই একই! শিক্ষকরা ঠিক মতো স্কুলে আসেননি! এমনকী, স্কুলে এলেও সারাক্ষণ গল্প আর মোবাইল নিয়েও ব্যস্ত থাকেন। ক্লাস নেন না!