মালদায় দুর্ঘটনার কবলে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর গাড়ি
দুর্ঘটনার কবলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারাণয় চৌধুরী। তাঁর গাড়িতে দ্রুত গতিতে আসা একটি লরি ধাক্কা মারে। তবে, অল্পের জন্য বেঁচে যান তিনি। মালদার বৈষ্ণবনগর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনাটি ঘটে। পুলিস লরির চালককে গ্রেফতার করেছে।
নিজস্ব প্রতিবেদন : দুর্ঘটনার কবলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারাণয় চৌধুরী। তাঁর গাড়িতে দ্রুত গতিতে আসা একটি লরি ধাক্কা মারে। তবে, অল্পের জন্য বেঁচে যান তিনি। মালদার বৈষ্ণবনগর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনাটি ঘটে। পুলিস লরির চালককে গ্রেফতার করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধায় বৈষ্ণবনগর এলাকা থেকে কাজ সেরে ইংরেজবাজারে ফিরছিলেন কৃষ্ণেন্দুবাবু। ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর হঠাত্ই উল্টো দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িতে ধাক্কা মারে। তবে, চালকের তত্পরতায় বড় ধরনের ঘটনা থেকে বেঁচে যান এই তৃণমূল নেতা।
খবর পেয়ে পুলিস সেখানে গিয়ে লরি ও চালককে আটক করে। পরে চালকে গ্রেফতার করা হয়। অন্যদিকে নিরাপদেই রয়েছেন কৃষ্ণেন্দুবাবু।
আরও পড়ুন- পাওয়ার গ্রিডের খুঁটি পোঁতাকে ঘিরে উত্তেজনা, ভাঙড়ের ছায়া চণ্ডীতলায়