তৃণমূলের দাদাগিরির অভিযোগে রাজ্য ছাড়ছে ১৭০ কোটির বিদেশি লগ্নি

Updated By: Jul 19, 2017, 10:53 AM IST
তৃণমূলের দাদাগিরির অভিযোগে রাজ্য ছাড়ছে ১৭০ কোটির বিদেশি লগ্নি

ওয়েব ডেস্ক: লাগাতার দাদাগিরির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। আর এতেই তিতিবিরক্ত থাইল্যান্ডের পোলট্রি ফার্ম সংস্থা সিপিএফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। শ্রমিক সমস্যায় জেরবার হয়ে এই থাই সংস্থা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে।

বিশ্বের প্রায় ৩৫ দেশে তাদের ব্যবসা। ২০১২ সালে এ রাজ্যে পা রাখে সিপিএফ ইন্ডিয়া। বীরভূমকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে ব্যবসা শুরু করে তারা। এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে ফার্ম লিজ নিয়ে গড়ে তোলা হয় অত্যাধুনিক মুরগি খামার। বাঁকুড়া-বর্ধমান-জলপাইগুড়িতেও রয়েছে ইউনিট। দুবরাজপুরের তিনটি ফার্মে লাগাতার শ্রমিক সমস্যা, চুরি, হুমকির মতো ঘটনায় রাজ্য ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিএফ ইন্ডিয়া। (আরও পড়ুন- দেগঙ্গায় সিপিএম সমর্থক পরিবারের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে)

.