সোমবার থেকে ১৪টি রুটে শুরু হচ্ছে ফেরি সার্ভিস, থাকছে একাধিক নিয়মবিধিও

এ ক্ষেত্রে ধাপে ধাপে খুলছে গণপরিবহণ। করোনা আতঙ্ককে সঙ্গে নিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলা।

Updated By: Jun 28, 2020, 10:07 PM IST
সোমবার থেকে ১৪টি রুটে শুরু হচ্ছে ফেরি সার্ভিস, থাকছে একাধিক নিয়মবিধিও

নিজস্ব প্রতিবেদন: আরও ১৪টি রুটে সোমবার থেকে শুরু হচ্ছে ফেরি সার্ভিস। গত ১ জুন থেকে শর্তসাপেক্ষে কলকাতা-হাওড়া ফেরি সার্ভিস শুরু হয়। এবার আরও ১৪টি রুটে শুরু হচ্ছে যাত্রী পরিষেবা। থাকছে কড়া নিয়মও। এ ক্ষেত্রে ধাপে ধাপে খুলছে গণপরিবহণ। করোনা আতঙ্ককে সঙ্গে নিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলা।

আরও পড়ুন: আগামী ২-৩ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রপাত! সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

সোমবার থেকে আরও ১৪ রুটে শুরু হয়ে যাচ্ছে ফেরি সার্ভিস। শর্তসাপেক্ষে খুলছে অফিস কাছারি। তাই ফেরি সার্ভিসও প্রয়োজন। এর আগে গত ১ জুন  কলকাতা-হাওড়া ফেরি সার্ভিস শুরু হয়। 

আরও পড়ুন: নাকা চেকিংয়ের সময়ে গাড়ি তল্লাশি করতেই অবাক পুলিস, ধৃত পঞ্চায়েত উপপ্রধানের ছেলে

সোমবার থেকে চুঁচুড়া ফেয়ারলি ভায়া বাগবাজার, চন্দননগর ফেয়ারলি, তেলেনিপাড়া-ফেয়ারলি ভায়া ভদ্রেশ্বর-সহ ১৪টি রুটে চলবে যাত্রীবাহী ফেরি। ফেরি সার্ভিস শুরু হলেও থাকছে একাধিক নিয়ম। সোশ্যাল ডিসট্যান্সিং, মাস্ক সহ বিভিন্ন বিষয় মাথায় রেখেই নিয়মাবলী তৈরি করেছে রাজ্য পরিবহণ দফতর।

.