মুখোমুখি জেরায় অনির্বাণের প্রতি ক্ষোভে ফেটে পড়লেন লিপিকা
ওয়েব ডেস্ক : উত্তম মোহান্ত খুনের মামলায় লিপিকা ও অনির্বাণকে মুখোমুখি বসিয়ে জেরা করল পুলিস। গতকাল জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধানাগারে প্রায় ৪৫ মিনিট ধরে চলে জেরা পর্ব। দুপুরে অনির্বাণকে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় সংশোধনাগারে। সেখানে একটি ঘরের মধ্যে দুজনকে মুখোমুখি বসানো হয়। জেরা পর্বের সময় হাজির ছিলেন কোতোয়ালি থানার আইসি।
মহিলাদের প্রতি দুর্বল অনির্বাণ। তা জানতে পেরেই অনির্বাণকে ধরতে তারই এক বান্ধবীকে ব্যবহার করে পুলিস। যে মহিলাকে টোপ দিয়ে অনির্বাণকে ধরা হয়, জেরা চলাকালীনই অনির্বাণের কাছে তার পরিচয় জানতে চায় লিপিকা। অনির্বাণ অবশ্য তার সদুত্তর দিতে পারেনি।
এর আগে উত্তম মোহান্তকে তার মেয়ে ও স্ত্রী খুন করেছিল বলে জানায় অনির্বাণ। জেরার সময় এই প্রসঙ্গ তুললে লিপিকা ক্ষোভে ফেটে পড়ে। তদন্তকারী অফিসারদের সে জানায়, নিজে বাঁচতে এখন গল্প ফাঁদছে অনির্বাণ।