ইয়াস মোকাবিলায় প্রশাসনের বার্তায় ভরসা রাজীবের, তুঙ্গে জল্পনা
বিজেপি নেতার টুইট ঘিরে জল্পনা।
নিজস্ব প্রতিবেদন: প্রথমে ছিলেন সেচমন্ত্রী৷ পরে বনমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ঝড়-ঝাপটায় দিন কাটত ব্যস্ততায়। নিতে হত প্রশাসনিক সিদ্ধান্ত। কিন্তু এবার সেই ব্যস্ততা নেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের। ভিন্ন দলে থাকলেও ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপরে আস্থা রাখার বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
আরও পড়ুন: প্রতিটি ত্রাণ শিবির ঘুরে দেখা; অসুস্থদের পরামর্শ, সকাল থেকেই ব্যস্ত ডা খগেন মাহাত
রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) এদিন টুইট করেছেন, “প্রবল ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। আপনারা কেউ ঘর থেকে বেরবেন না। ঘরের ভিতরে থেকে নিজেকে সুরক্ষিত রাখুন। প্রশাসনের বার্তা ও ঝড় সংক্রান্ত বার্তার দিকে নজর রাখুন। সবসময় মাস্ক পড়ুন। ঘন ঘন সাবান জলে হাত ধুয়ে নিন। অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন।”
— Rajib Banerjee (@RajibBanerjeeWB) May 25, 2021
আরও পড়ুন: রাজ্যে একদিনে করোনায় মৃত ১৫৭ জন, এরই মাঝে 'ইয়াস' উদ্বেগ বাড়াচ্ছে
আপাত নিরীহ টুইট হলে প্রশাসনের বার্তায় ভরসা রাখার কথা বলে জল্পনা বাড়িয়েছেন রাজীব। ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ডোমজুড়ে হারের পর কার্যত 'অজ্ঞাতবাসে'। অন্যদিকে ভোটের পর 'বোধোদয়' হয়েছে তৃণমূল থেকে আসা একাধিক নেতানেত্রীর। এই টুইট নিয়ে রাজীবের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷