প্রতিটি ত্রাণ শিবির ঘুরে দেখা; অসুস্থদের পরামর্শ, সকাল থেকেই ব্যস্ত ডা খগেন্দ্রনাথ মাহাত
মঙ্গলবার সকালে এলাকায় এলাকায় ঘুরেছেন। যাঁদের কাঁচা বাড়ি রয়েছে তাঁদের ত্রাণ শিবিরে যাওয়ার অনুরোধ করেছেন
নিজস্ব প্রতিবেদন: পূর্ব মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রামেও থাবা বসাতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। জেলায় তারই প্রস্তুতি চলছে পুরোদমে। আশ্রয় শিবির, সেখানকার মজুত খাবারদাবার-সহ অন্যান্য পরিস্থতির উপরে নজর রেখে চলেছে প্রশাসন। সকাল থেকেই সেইসব ব্যবস্থা ঘুরে দেখছেন গোপী বল্লভপুরের বিধায়ক ডা খগেন্দ্রনাথ মাহাত।
আরও পড়ুন-হাসপাতাল থেকে ছুটি পেলেন Subrata, থাকবেন গৃহবন্দি
সকাল দশটা থেকে শুরু করেছিলেন। প্রতিটি ত্রাণ শিবিরে যাওয়ার চেষ্টা করছেন। রাত দশটাতেও চলল সেই কাজ। ডাক্তারবাবুকে পেয়ে খুশি এলাকার মানুষও। ত্রাণ শিবিরে থাকলেও অনেকেই সাহস পাচ্ছেন বিধায়ককে পাশে পেয়ে।
খগেনবাবু জানালেন, মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) তাঁকে পাঠিয়েছেন। প্রতিটি মানুষ ত্রাণ শিবিরে কেমন আছেন তা দেখার জন্য।
আরও পড়ুন- গ্রামবাসীদের থাকা-খাওয়ার ব্যবস্থা, ত্রিপল-মাস্ক বিলি, YAAS মোকাবিলায় Kanti Ganguly
মঙ্গলবার সকালে এলাকায় এলাকায় ঘুরেছেন। যাঁদের কাঁচা বাড়ি রয়েছে তাঁদের ত্রাণ শিবিরে যাওয়ার অনুরোধ করেছেন। দুপুরে ত্রাণ শিবিরগুলোর ব্যবস্থাপনা ঠিকমতো রয়েছে কিনা তা খতিয়ে দেখেছেন। কেউ অসুস্থ হলে ডাক্তার হিসেবে পরামর্শও দিয়েছেন। স্বভাবতই খুশি ত্রাণ শিবিরের মানুষজন।