কড়াকড়ি! এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের উপরও নজরদারি চালাবে নির্বাচন কমিশন

কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, কার্যক্রমের যাবতীয় তথ্য কমিশন নিজেদের ওয়েবসাইটে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে।

Updated By: Mar 13, 2019, 02:38 PM IST
কড়াকড়ি! এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের উপরও নজরদারি চালাবে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন- নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী মোতােয়েনের উপর নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কেন্দ্রীয় বাহিনী আসার পরে তা কীভাবে, কখন, কোথায় কাজ করছে তার হাল-হকিকত জানার জন্যই এমন পদক্ষেপ করতে চাইছে কমিশন। ভোটের দিনগুলোতে পোলিং স্টেশনে কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর পরে সেখানকার ছবি পাঠাতে হবে কমিশনের কাছে। 

আরও  পড়ুন-  লোকসভা নির্বাচনের আগে ফের রাজ্যে বড়সড় অস্ত্র কারখানার হদিশ, ধৃত ২

কেন্দ্রীয় বাহিনী যে নির্ধারিত পোলিং স্টেশনে কাজ করছে সেই ছবি তুলে কমিশন কে পাঠাতে হবে। শুধু তাই নয়, দায়িত্বে থাকা পোলিং অফিসারকেও সই করতে হবে। তিনি নির্ধারিত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পেয়েছেন, সেই মর্মে কমিশনকে অবগত করবেন পোলিং অফিসার। শুক্রবার থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। সে ক্ষেত্রেও বিশেষ নজরদারি থাকবে।  এক্ষেত্রে কোন কোন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রূট মার্চ করল তার বিবরণ পাঠাতে হবে কমিশনের কাছে। 

আরও পড়ুন-  নাবালিকাকে বিয়ে! পুলিসের ভয়ে বাড়ি ছেড়ে পালালেন কাউন্সিলর

কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, কার্যক্রমের যাবতীয় তথ্য কমিশন নিজেদের ওয়েবসাইটে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। শুধু তাই নয়, সে ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর কাজের ছবি পাঠাতে হবে কমিশনের কাছে। কেন্দ্রীয় বাহিনী কোন কোন এলাকায় পরের দিন মার্চ করবে তারও নির্দিষ্ট তালিকা তুলে দেওয়া হবে ওয়েবসাইটে। এ ক্ষেত্রে বিভিন্ন জেলার সংশ্লিষ্ট বিভাগ তাদের ওয়েবসাইটে সেই তালিকা তুলে দেবে। কেন্দ্রীয় বাহিনীর যাবতীয় কার্যক্রমের আপডেট রাখার উদ্দেশ্যেই এমন পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

.