বিতর্ক এড়াতে স্কুল-কেই টেস্টের প্রশ্নপত্র ছাপাতে পরামর্শ শিক্ষামন্ত্রীর

মাধ্যমিক টেস্টের এই প্রশ্নপত্র ঘিরে শুরু হয় শোরগোল। সমস্যা আরও জটিল হয় যখন মানচিত্র তৈরির দায়িত্বে থাকা শিক্ষক সংগঠন নিজেদের তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি করে। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিলেন শিক্ষামন্ত্রী। ভবিষ্যতে সমস্যা এড়াতে শিক্ষামন্ত্রীর দাওয়াই স্কুলগুলি নিজেদের প্রশ্নপত্র নিজেরাই ছাপাক।

Updated By: Dec 20, 2017, 09:08 PM IST
বিতর্ক এড়াতে স্কুল-কেই টেস্টের প্রশ্নপত্র ছাপাতে পরামর্শ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: টেস্টের প্রশ্নপত্রে মানচিত্র বিভ্রাটে ক্ষুদ্ধ শিক্ষামন্ত্রী।  তাঁর পরামর্শ, ভবিষ্যতে বিতর্ক এড়াতে স্কুলগুলি নিজেরাই নিজেদের টেস্টের প্রশ্নপত্র ছাপাক। দোষীদের কড়া শাস্তির পক্ষেও জোরালো সওয়াল করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: বিমানসেবিকার প্রশিক্ষণ নিতে এসে কালীঘাট থেকে নিখোঁজ ঘাটশিলার তরুণী

বাদ পাক অধিকৃত কাশ্মীর। নেই লাদাখ, আকসাই চিন। অস্তিত্ব নেই লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবরের। 

আরও পড়ুন: মহানগরে ফের খুল্লমখুল্লা গুলি, এন্টালিতে গুলিবিদ্ধ ১

মাধ্যমিক টেস্টের এই প্রশ্নপত্র ঘিরে শুরু হয় শোরগোল। সমস্যা আরও জটিল হয় যখন মানচিত্র তৈরির দায়িত্বে থাকা শিক্ষক সংগঠন নিজেদের তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি করে। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিলেন শিক্ষামন্ত্রী। ভবিষ্যতে সমস্যা এড়াতে শিক্ষামন্ত্রীর দাওয়াই স্কুলগুলি নিজেদের প্রশ্নপত্র নিজেরাই ছাপাক।

মানচিত্র বিভ্রাটের তদন্তভার ইতিমধ্যেই CID-র হাতে তুলে দিয়েছে শিক্ষা দফতর।দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলে দেওয়া এমন কাণ্ড যারা ঘটিয়েছে তাদের কড়া শাস্তি চান শিক্ষামন্ত্রী। সবমিলিয়ে, মানচিত্র বিভ্রাট নিয়ে বেশকিছুটা অস্বস্তিতে শিক্ষা দফতর।

.