অপারেশন ছাড়াই শিশুর বুক থেকে বেরোল ব্লেড, ক্যানিং হাসপাতালে অসাধ্য সাধন
এসফাগোস্কপি (Esophagoscopy)-র সাহায্য়ে ব্লেড বের করলেন চিকিৎসকরা৷
নিজস্ব প্রতিবেদন: করতে হয়নি কাটাছেঁড়া। কোনও অপারেশন ছাড়াই দশ মাসের শিশুর বুক থেকে বের করা হল ব্লেডের টুকরো। আর এই অসাধ্য সাধন করলেন দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। এখন একদম সুস্থ শিশু। খুশি পরিবারের লোকজন।
আরও পড়ুন: অধিকারী পরিবারের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি! মন্ত্রিসভায় ঠাঁই অখিল গিরির
জানা গিয়েছে, দশ মাসের ওই শিশুটির নাম নামিয়া ঘরামি। বাড়ি ক্যানিংয়ের ইটখোলায়। সোমবার সকালে খেলতে খেলতে একটি ব্লেডের টুকরো গিলে ফেলে। বাড়ির লোক কিছু বুঝে ওঠার আগেই মুখ থেকে হালকা রক্ত বের হতে থাকে। অসুস্থ হয়ে পড়ে ওই দশ মাসের শিশুটি। ততক্ষনে গলা থেকে বুকের কাছে চলে গিয়েছে ব্লেডের টুকরো। সঙ্গে সঙ্গে শিশুটিকে ক্যানিং মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন বাড়ির লোকজন। ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক বিকাশ সিংহের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়৷ এক্স-রে করলে দেখা যায়, শ্বাসনালীর শেষপ্রান্তের ডান দিকে আটকে রয়েছে ব্লেডের টুকরো৷
আরও পড়ুন: মিলছে না দ্বিতীয় ডোজও, হাওড়াজুড়ে টিকার হাহাকার
হাসপাতাল সূত্রে খবর, সময় নষ্ট না করে ব্লেড বের করার চেষ্টা করেন চিকিৎসকরা৷ কোনও অপারেশন ছাড়া, এসফাগোস্কপি (Esophagoscopy)-র সাহায্যে তাঁরা ব্লেডের টুকরো বের করেন৷ চিকিৎসক বিকাশ সিং বলেন, "কোভিড পরিস্থিতিতে শিশুটিকে ক্যানিং থেকে কলকাতায় পাঠালে পরিবারকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হতো। তাই ঝুঁকি থাকলেও এই কাজটা আমরা সম্পন্ন করলাম। বর্তমানে শিশুটি সুস্থ আছে। তবে ব্লেডের গোটা অংশটা ঢুকলে বের করা খুব কঠিন হত৷" ন্যূনতম পরিকাঠামোর মধ্যে ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা যেভাবে কাজ করলেন, তাতে খুশি শিশুটির পরিবার৷ চিকিৎসকদের কুর্নিশ জানাচ্ছেন তাঁরা৷