দেবশ্রীর যোগদান নিয়ে বিজেপিতে কারও কোনও আপত্তি নেই: দিলীপ ঘোষ
এই নিয়ে বৃহস্পতিবার দিলীপবাবু বলেন, 'দেবশ্রীর বিজেপিতে যোগদান নিয়ে কথা চলছে। তবে তিনি আমার বাড়িতে গিয়েছিলেন তা আমার জানা ছিল না। সাংবাদিকদের থেকে জেনেছি। ওর সঙ্গে নিউটাউনে এক অনুষ্ঠানে দেখা করার কথা ছিল।'
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনার মধ্যেই বিস্ফোরক দিলীপ ঘোষ। বললেন, দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান নিয়ে আপত্তি নেই কারও।
শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিতেই দেবশ্রীকে নিয়ে শুরু হয়েছে নাটক। শোভনের বিজেপিতে যোগদানের দিন হঠাৎ দিল্লিতে বিজেপির সদর দফতরে হাজির হয়েছিলেন তিনি। যার জেরে ব্যাপক ক্ষুব্ধ হন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বুধবার ফের গোল বাঁধান তিনি। সন্ধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁর বাড়িতে গেলে হঠাৎ দিলীপ ঘোষের বাড়ির সামনে হাজির হন দেবশ্রী। যদিও দিলীপবাবু তখন বাড়িতে ছিলেন না। দিলীপবাবুর বাড়ির সামনে বেশ কিছুক্ষণ গাড়িতেই অপেক্ষা করেন তিনি। রাত বাড়লে সাক্ষাৎ না করেই এলাকা ছাড়েন। গভীর রাতে দিলীপবাবু বাড়ি ফিরলে তিনি সাংবাদিকদের জানান, দেবশ্রী যে এসেছিলেন জানা ছিল না তাঁর।
LIVE TV
এই নিয়ে বৃহস্পতিবার দিলীপবাবু বলেন, 'দেবশ্রীর বিজেপিতে যোগদান নিয়ে কথা চলছে। তবে তিনি আমার বাড়িতে গিয়েছিলেন তা আমার জানা ছিল না। সাংবাদিকদের থেকে জেনেছি। ওর সঙ্গে নিউটাউনে এক অনুষ্ঠানে দেখা করার কথা ছিল।'
বাতিল স্টাফ সিলেকশন ফিরিয়ে আনতে নয়া বিল! বিরোধীদের চাপে পিছু হটলেন মমতা
দেবশ্রীর যোগদানে বিজেপির কারও কি আপত্তি রয়েছে? জবাবে দিলীপবাবু স্পষ্ট জানান, তেমন কিছু তাঁর জানা নেই। এমনকী দিল্লিতে শোভন চট্টোপাধ্যায় দেবশ্রীর যোগদানে আপত্তি জানিয়েছেন এমন কোনও দলীয় রিপোর্টও নেই তাঁর কাছে।
দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান নিয়ে এদিন দিলীপবাবু বলেন, সবার সঙ্গে কথা বলে এব্যাপারে সিদ্ধান্ত হবে।