১০ জুন থেকে আগামী পাঁচদিন সতর্কতা জারি দিঘায়

সজাগ ও সতর্ক থাকতে বলা হয়েছে পঞ্চায়েত ব্লক প্রশাসনকে।

Updated By: Jun 10, 2021, 04:39 PM IST
১০ জুন থেকে আগামী পাঁচদিন সতর্কতা জারি দিঘায়

নিজস্ব প্রতিবেদন: পূর্ব মেদিনীপুরে ফের প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা। আজ, ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এই সতর্কতা জারি। 

Yaas-এর ঘা এখনও শুকোয়নি। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরে

 ফের প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা শোনা গিয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। দিঘা-সহ (Digha) উপকূলে সতর্কতা জারিও হয়েছে। প্রশাসনের তরফে দিঘায় চলছে মাইকিং। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। আজ, ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এই সতর্কতা জারি। 

আরও পড়ন: বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে! মালদহে আটক চিনা নাগরিক

কোটাল-যোগেই এই ঝড়-বৃষ্টির আশঙ্কা। Yaas-এর জেরে ঘটা সামুদ্রিক জলোচ্ছ্বাসে যে-সব গ্রামে জল ঢুকে পড়েছিল, ফের সেই সব গ্রামে জল ঢুকতে পারে বলে আশঙ্কা। তাই সমুদ্রসন্নিহিত এলাকায় তড়িঘড়ি বাঁধ মেরামতির কাজ চলছে। প্রায় শতাধিক গাড়িতে আনা হয়েছে ব্ল্যাকস্টোন।

ঝড়ের জন্য সজাগ ও সতর্ক থাকতে বলা হয়েছে পঞ্চায়েত ব্লক প্রশাসনকে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ন: Weather Update: আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণে, ভরা কোটালে ফের জলোচ্ছ্বাসের পূর্বাভাস

.