ICDS সেন্টার ভেঙে মিড ডে মিলের খাবার খেল হাতি, আতঙ্ক এলাকায়

বুনো হাতি ভেঙেছে এলাকাবাসীর বাড়িও।

Updated By: Apr 5, 2021, 02:25 PM IST
ICDS সেন্টার ভেঙে মিড ডে মিলের খাবার খেল হাতি, আতঙ্ক এলাকায়

নিজস্ব প্রতিবেদন: খাবারের খোঁজে রাতে এলাকায় ঢুকে বুনো হাতি ভাঙল বাড়ি, শিশুশিক্ষা কেন্দ্র। ঘটনার জেরে মালবাজার মহকুমার গাজোলডোবার ৭ নম্বর কলোনি এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক।

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বৈকণ্ঠপুর জঙ্গল থেকে একটি হাতি (elephant) খাবারে খোঁজে গাজোলডোবার (gajoldoba) ৭ নম্বর কলোনি এলাকায় চলে আসে। এরপর স্থানীয় দুই বাসিন্দার তিনটি ঘর ভেঙে ধান, চাল, আটা খায়। কোনও ভাবে প্রাণে বাঁচেন ওই বাড়ির লোকজন।

আরও পড়ুন: যৌন নির্যাতনের শিকার, স্ত্রী হাতির রহস্যজনক মৃত্যু

এরপর হাতিটি বাড়ির পাশে আইসিডিএস সেন্টারে (ICDS Centre) হামলা চালায়। সেন্টার ভেঙে মিড ডে মিলের খাবারও খেয়ে নেয়। ভোরের দিকে আবার জঙ্গলে ফিরে যায় হাতিটি। ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। 

ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সরকারি নিয়মে আবেদন করলেই ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরও পড়ুন: আতঙ্কে মালবাজার, গৃহকর্তাকে মাটিতে ফেলে পিষে মারল বুনো হাতি

.