Jaynagar Update: জয়নগরকাণ্ডে নজিরবিহীন রায়! নাবালিকাকে ধর্ষণ-খুনে ফাঁসির সাজা...
Jaynagar Update: ঘটনার দুমাসের মাথায় ফাঁসির সাজা ঘোষণা। দোষী মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জয়নগরকাণ্ডে নজিরবিহীন রায়। ঘটনার দুমাসের মাথায় ফাঁসির সাজা ঘোষণা। দোষী মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা। সরকারী আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় তিনি মামলা শেষে জানান, 'মোট তিনটি মামলায় কেস রজু করা হয়েছিল। তার মধ্যে রয়েছে পক্সো অ্যাক্ট, মার্ডার কেস, রেপ এবং মার্ডার। এই তিনটি মামলায় কেস রজু হয়। এদিন তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়।'
আরও পড়ুন: Asit Majumdar: রাস্তার বেহাল দশা! ক্ষোভে বিধায়কের হাত ধরে টেনে...
তিনি আরও বলেন, 'স্কুল থেকে ফেরার সময় মেয়েটির বাবা বলেছিল তুমি আসতে আসতে সাইড দিয়ে হেঁটে চলে এসো। সেই একা হওয়ার সুযোগ তুলেছিল অভিযুক্ত। সেই সময় সাইকেলে চাপতে বলে মেয়েটিকে। সেখানে অভিযুক্ত বলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। সাইকেলে তোলার মুহূর্তে দুজন সাক্ষী ছিলেন। তাঁরা দেখেন বাচ্চাটিকে সাইকেলে নিয়ে যাওয়া হচ্ছিল'।
সাইকেলে তোলার সময় বাঁধা দেওয়া হয়েছিল। কিন্তু সে তখন বলেছিল মেয়েটির বাবা তাকে নাকি জানিয়েছিল বাচ্চাটিকে বাড়ি নিয়ে যেতে হবে। সেই মতন সাইকেলে চাপিয়ে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার করে শিশুটির উপর। শুধু ধর্ষণ নয় মেরে ফেলে বাচ্চাটিকে। পাশাপাশি শিশুটির শরীরে মোট ৩৮টি ক্ষত ছিল। কাজ শেষে ভারি কিছুর সাহায্যে মাথা থেতলে মেরে ফেলা হয়।
BREAKING NEWS!
জাস্টিস ফর জয়নগর! নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ৬২ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ
আপনাদের মনে থাকবে, গত ৪ অক্টোবর বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার মহিষমারি এলাকায় দশ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু ঘটে। এলাকারই ১৯ বছরের যুবক মোস্তাকিন সর্দার… pic.twitter.com/edTwIXo7Il
— West Bengal Police (@WBPolice) December 6, 2024
পশ্চিমবঙ্গ পুলিস এক্স হ্যান্ডেলে লেখে, 'জাস্টিস ফর জয়নগর! নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ৬২ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ। এই রায় নজিরবিহীন। নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ঘটনার মাত্র ৬২ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ এর আগে পশ্চিমবঙ্গে কখনও ঘটেনি। এই মামলার তদন্তে আমাদের একটাই উদ্দেশ্য ছিল, যত দ্রুত সম্ভব নির্যাতিতা এবং তার পরিবারকে ন্যায়বিচার দেওয়া। মেয়েটি আর ফিরবে না, কিন্ত অভূতপূর্ব দ্রুততায় যে তাকে এবং তার পরিবারকে আমরা 'জাস্টিস' দিতে পেরেছি, দীর্ঘদিন বিচারহীন থাকতে হয়নি, এটুকুই আমাদের সান্ত্বনা, আমাদের প্রাপ্তি।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)