নদিয়া থেকে উদ্ধার প্রায় ৬২ লক্ষ টাকা মূল্যের সোনা ও আমেরিকান ডলার

ধৃত ওই ব্যক্তির নাম বুদ্ধদেব বিশ্বাস। এরপর তাঁর কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আমেরিকান ডলার ও সোনার বিস্কুট।

Updated By: Jun 23, 2019, 05:43 PM IST
নদিয়া থেকে উদ্ধার প্রায় ৬২ লক্ষ টাকা মূল্যের সোনা ও আমেরিকান ডলার

নিজস্ব প্রতিবেদন: নদিয়ার চাপড়ার হৃদয়পুর সীমান্ত থেকে প্রায় ৬২ লক্ষ টাকার চোরাই সম্পত্তি উদ্ধার করল বিএসএফ। রবিবার সীমান্ত এলাকায় এক সন্দেহজনক ব্যক্তিকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে তাঁকে আটক করে বিএসএফ টিম। ধৃত ওই ব্যক্তির নাম বুদ্ধদেব বিশ্বাস। এরপর তাঁর কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আমেরিকান ডলার ও সোনার বিস্কুট।

আরও পড়ুন: হাওড়ায় মাছ ব্যবসায়ী খুনে বাগনান ও বর্ধমান থেকে গ্রেফতার ৪

উদ্ধার হওয়া ওই আমেরিকান ডলারের ভারতীয় মূল্য প্রায় ২৫ লক্ষ ৮৮হাজার ৩৭৬ টাকা। পাশাপাশি ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কুট-সহ সোনার পরিমান ১০২৯ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ৩৬ লক্ষ ১০ হাজার ৭৬১ টাকা। জানা গিয়েছে, কাঁটাতার পেরিয়ে  বাংলাদেশে পাচারের পরিকল্পনা করছিলেন ওই ব্যক্তি। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর নেপথ্যে কোনও বড় চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Tags:
.