'তৃণমূলের ছত্রছায়ায়' তোলাবাজি? টাকা চেয়ে খাস কলকাতায় প্রাণনাশের হুমকি ব্যবসায়ীকে

তুষারবাবুর আশঙ্কা এলাকার বাসিন্দাদের মদতেই রমরমিয়ে তোলাবাজি চালাচ্ছে দিদার। 

Updated By: Jul 3, 2019, 12:52 PM IST
'তৃণমূলের ছত্রছায়ায়' তোলাবাজি? টাকা চেয়ে খাস কলকাতায় প্রাণনাশের হুমকি ব্যবসায়ীকে

নিজস্ব প্রতিবেদন: তোলা চেয়ে খাস কলকাতার বুকে প্রাণ নাশের হুমকি রঙ ব্যবসায়ীকে। ঘটনাটি শেক্সপিয়র সরণির। সদ্য এই এলাকায় কাজ শুরু করেছিলেন হাওড়ার শিবপুর মন্দির তলার বাসিন্দা তুষার ঘোষ। অভিযোগ, মাঝে মধ্যেই দিদার শেখ নামে এক ব্যক্তি তাঁর থেকে মোটা অঙ্কের টাকা দাবি করত। তুষার ঘোষ জানিয়েছেন, সোমবার বিকেলে হঠাৎই দল বল নিয়ে সাইটে ঢুকে পড়েন দিদার। ২ লক্ষ টাকা তোলা চাওয়া হয় তুষার বাবুর থেকে। 

আরও পড়ুন: দলীয় পতাকা লাগানো ঘিরে বচসা, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মধ্যমগ্রাম

অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ প্রথম সারির তৃণমূল নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ট সম্পর্ক রয়েছে বলে দাবি করত দিদার। টাকা না দিলে সাইটেই খুন করে পুতে দেওয়ার হুমকিও দেওয়া হয় তুষার ঘোষকে। তাঁর আরও অভিযোগ, বেনিয়াপুকুর থানা গোটা ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তুষার বাবু জানিয়েছেন, বহুদিন ধরেই অভিযোগ জমা পড়েছে ওই দিদারের বিরুদ্ধে। একাধিক সুযোগ থাকা সত্ত্বেও দিদারকে গ্রেফতারের কোনওরকম তৎপরতা দেখায়নি পলিস।

 

 

তাঁর আশঙ্কা এলাকার বাসিন্দাদের মদতেই রমরমিয়ে তোলাবাজি চালাচ্ছে দিদার। 

.