Jalpaiguri: অনলাইনে আসা মোবাইলের পার্সেল খুলে চোখ কাপলে উঠল গ্রাহকের, আটক ডেলিভারি বয়

মোবাইল না মেলায় ডেলিভারি বয়কে সেখানে আটকে রাখা হয়

Updated By: Apr 5, 2022, 08:34 PM IST
Jalpaiguri: অনলাইনে আসা মোবাইলের পার্সেল খুলে চোখ কাপলে উঠল গ্রাহকের, আটক ডেলিভারি বয়

নিজস্ব প্রতিবেদন: অনলাইনে মোবাইলের বদলে মিলেছে চার্জার ও ডডেটা কেবল। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল পার্সেল খোলার দৃশ্য। নামী অনলাইন শপিং কোম্পানির ডেলিভারি বয়কে আটকে রাখলেন গ্রাহক। খবর দেওয়া হল ওই কোম্পানির আধিকারিকদের। ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বটতলায়। 

রাজগঞ্জ ব্লকের বটতলার দোকানমালিক তপন কুমার রায় দিন চারেক আগে একটি মোবাইল ফোনের অর্ডার দেন। আজ সেটি এসে পৌঁছয়। ডেলিভারি বয়ের সামনেই পার্সেল খুলে চমকে উঠলেন তপনবাবু। মোবাইল নেই বাক্সে। তার জায়গায় রয়েছে শুধুমাত্র চার্জার এবং একটি ডাটা কেবল। দোকানের সিসিটিভিতে ধরা পড়ল ওই পার্সেল খোলার ছবি।

মোবাইল না মেলায় ডেলিভারি বয়কে সেখানে আটকে রাখা হয়। খবর দেওয়া হয় কুরিয়ার সার্ভিস অফিস ও অনলাইন শপিং কোম্পানির আধিকারিকদের। সংবাদমাধ্য়মে তপনবাবু বলেন, মোবাইল না পেলে তিনি থানার দ্বারস্থ হবেন। 

আরও পড়ুন-তেলুগু অভিনেতার সঙ্গে চুপিচুপি প্রেম! KKR তারকার চ্যাট ভাইরাল   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.