ডায়মন্ড হারবারে পুলিসের সঙ্গে হাত মিলিয়ে সংগঠিত সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, অভিযোগ ফুয়াদের

এদিন ফুয়াদ সাহেব বলেন, 'এই নির্বাচনে সন্ত্রাস একটা হাতিয়ার হিসাবে ব্যবহার হচ্ছে। আমরা সেই কথা চিঠি দিয়ে নির্বাচন চিঠি দিয়ে কমিশনকে জানিয়েছি।'

Updated By: Mar 17, 2019, 07:22 PM IST
ডায়মন্ড হারবারে পুলিসের সঙ্গে হাত মিলিয়ে সংগঠিত সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, অভিযোগ ফুয়াদের

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে পুলিস। সিপিএমের প্রচার রুখতে সংগঠিত সন্ত্রাস চলছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। এমনই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল বামেরা। 

 

ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এবারও প্রার্থী যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বামেদের তুরুপের তাস চিকিত্সক ফুয়াদ হালিম। রবিবার বামেদের তরফে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল ও পুলিসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ সরব হন প্রার্থী। 

এদিন ফুয়াদ সাহেব বলেন, 'এই নির্বাচনে সন্ত্রাস একটা হাতিয়ার হিসাবে ব্যবহার হচ্ছে। আমরা সেই কথা চিঠি দিয়ে নির্বাচন চিঠি দিয়ে কমিশনকে জানিয়েছি।'

দক্ষিণ ২৪ পরগনার সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন, 'যে প্রশাসনিক কর্তা আমাদের দেওয়াল লিখনের অনুমতি দিচ্ছেন, সভা করার অনুমতি দিচ্ছেন তাঁকে ফোন করে হুমকি দিচ্ছে পুলিস। সিপিএমকে যাতে ভোট না দিতে পারে। সিপিএম যাতে প্রচার না করতে পারে সেজন্য তৃণমূল নেতৃত্ব থেকে নির্দেশ এসেছে। সেই নির্দেশমতো কাজ শুরু করে দিয়েছে পুলিসের একাংশ।' 

গোলাপ, সেলফিতে ভোট ময়দানে প্রথমদিনেই 'হিট' মিমি ম্যাজিক!

বামেদের অভিযোগ, ডায়মন্ড হারবার কেন্দ্রে ব্যাপক সন্ত্রাসের মুখে পড়তে হচ্ছে তাদের। দেওয়াল লিখনে বাধা পাচ্ছেন বাম কর্মীরা। মিলছে না সভার অনুমতি।  

.