বাংলায় Corona পরিস্থিতি ভয়াবহ! ২৪ ঘণ্টার মধ্যে নিতে হবে 'জরুরি ব্যবস্থা'

একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। বলার অপেক্ষা রাখে না, পরিস্থিতি ভয়াবহ।

Updated By: Apr 12, 2021, 03:50 PM IST
বাংলায় Corona পরিস্থিতি ভয়াবহ! ২৪ ঘণ্টার মধ্যে নিতে হবে 'জরুরি ব্যবস্থা'

নিজস্ব প্রতিবেদন: ২০২০ সালে কোভিড সংক্রমণের সর্বোচ্চ অবস্থায় হাসপাতালগুলোতে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তার থেকেও ২০ শতাংশ অধিক ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ। ২৪ ঘন্টার মধ্যে এই ব্যবস্থা তৈরির নির্দেশ দিল রাজ্য। দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর COVID। ভোটবঙ্গে দৈনিক সংক্রমণে রেকর্ড করেছে রাজ্য। 

একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ৪ হাজার। কলকাতায় ২৪ ঘণ্টায় সংক্রমিত হাজারেরও বেশি। একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। বলার অপেক্ষা রাখে না, পরিস্থিতি ভয়াবহ। সোমবার ভোট হয়ে যাওয়া ১০টি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন:  Narendra Modi Live: বাংলায় দিদির ইনিংস শেষ: মোদী

রাজ্যের নির্দেশ অনুযায়ী কী কী জরুরী ব্যবস্থা, দেখে নিন

* গত বছরের তুলনায় হাসপাতালগুলোতে ২০ শতাংশ অধিক ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ
* মাইক্রো কনটেইনমেন্ট জোন করার পরামর্শ। 
* আরটিপিসিআর পরীক্ষার বাড়ানোর নির্দেশ।
* জনবহুল এলাকায় অবাঞ্ছিত ভিড়ে নিষেধাজ্ঞা।
* হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন মজুতের নির্দেশ। 
* অ্যাম্বুলেন্স ও ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা।
* সচেতনতা বাড়াতে প্রচার। ঢিলেমি বরদাস্ত করা হবে না। যে যে জেলায় ভোট মিটে গিয়েছে সেই সব * জেলায় করোনা সচেতনাতায় আরো জোর দিতে হবে।
* অবিলম্বে সেফ হোমের সংখ্যা বাড়ানোর নির্দেশ। 
* আর সেফ হোমগুলোর জন্য চিকিৎসক নির্দিষ্ট করে রাখতে হবে।

ডিএম, জেলা প্রশাসনকে নির্বাচন কমিশনের নির্দেশ রাজনৈতিক দলগুলো প্রচারের অনুমতি চাইতে এলে তাদেরকেও যেন নিয়ন্ত্রণ করা হয়। 

.