শনিবার মধ্যমগ্রাম, দত্তাবাদ ও আমডাঙায় করোনা টিকার প্রথম ড্রাই রান

টিকা এবার দোরগোড়ায়।

Updated By: Jan 1, 2021, 02:41 PM IST
শনিবার মধ্যমগ্রাম, দত্তাবাদ ও আমডাঙায় করোনা টিকার প্রথম ড্রাই রান

নিজস্ব প্রতিবেদন: নতুন বছরে নতুন প্রাপ্তি। করোনাটিকার জন্য দিন গোনা সম্ভবত শেষ হতে চলেছে। 

আগামীকাল শনিবারই মধ্যমগ্রাম,দত্তাবাদ ও আমডাঙায় শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের বহু প্রত্যাশিত ড্রাই রান। ২ জানুয়ারি থেকে যে এই ড্রাই রান চালু হচ্ছে তা বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

করোনাটিকার এই ড্রাই রান হবে মধ্যমগ্রাম ও দত্তাবাদের উচ্চ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (UPHC) এবং আমডাঙার গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক ভাবে ২৫ জনের ওপর এই টিকা প্রয়োগ করা হবে। সকাল ৯টা থেকেই শুরু হয়ে যাবে ড্রাই রানের কাজ। 

প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জেলায় জেলায় ও প্রত্যন্ত গ্রামেও ড্রাই রান চালানো হবে। এই ড্রাই রানে মূলত দেখা হবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভ্যাকসিন প্রয়োগের পরিকাঠামো কতটা তৈরি। এর আগে পঞ্জাব, অসম, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশে ২৮ ও ২৯ ডিসেম্বর করোনা প্রতিষেধকের ড্রাই রান চলেছিল। ২ জানুয়ারি থেকে ড্রাই রানের সমস্ত তথ্য সংরক্ষণ করা হবে। পরে সেই তথ্য়ের ওপর ভিত্তি করে চলবে আরও নিবিড় পর্যবেক্ষণ।

টিকা মজুতের স্টোরেজ পরীক্ষা, সেখান থেকে টিকাকরণ কেন্দ্রে টিকা নিয়ে যাওয়া, টিকাকরণ কেন্দ্রে চিকিৎসাকর্মী ও টিকাগ্রহীতাদের নিয়ে যাওয়া, করোনা সুরক্ষাবিধি পালন, অ্যাপে টিকাকরণের তথ্য আপলোড-- ইত্যাদি নানা কিছুর ট্রায়াল রানই এই কর্মসূচির লক্ষ্য।

Also Read: ব্রিটেনে অনুমোদন পেল অক্সফোর্ডের ভ্যাকসিন Covishield, অপেক্ষা ভারতেও

.