দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত্যু ঠিকাশ্রমিকের

Updated By: Oct 31, 2017, 02:04 PM IST
দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত্যু ঠিকাশ্রমিকের

নিজস্ব প্রতিবেন: দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় ঠিকা শ্রমিকের মৃত্যু। সোমবার সন্ধেয় কারখানার কোক ওভেন প্ল্যান্টে দুর্ঘটনাটি ঘটে। রড খুলে পেটে ঢুকে যায় ঠিকা শ্রমিক দিলীপ 

ভগতের (৪৪)। মৃতের বাড়ির অন্ডালে। তাঁর পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যুর ঘটনা যদিও নতুন নয়। কখনো গরম লোহা ছিটকে, কখনো যন্ত্রাংশ বিকল হয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। কখনো আবার শ্রমিকের প্রাণ গিয়েছে নিছক 

অসাবধানতার কারণে। এরই মধ্যে ফের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে শ্রমিকমহলে।
সোমবার সন্ধ্যায় ইস্পাত কারখানার ৬ নম্বর ব্যাটারির ক্রেন ছিঁড়ে যায়। ক্রেন ছিঁড়ে নীচে পড়তে থাকে যন্ত্রাংশ। সেসময় ক্রেনের নীচে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। যন্ত্রাংশ পড়তে 

দেখে অন্যান্য সরে গেলেও একটি লোহার রড দিলীপবাবুর পেটের বাঁ দিকে ঢুকে যায়। ক্ষত থেকে অত্যাধিক রক্তক্ষণ হতে থাকায় তাঁকে ইস্পাত কারখানার মেন হাসপাতালে নিয়ে যান 

অন্যান্য শ্রমিকরা। সেখানেই তাঁর মৃত্যু হয়।  

আরও পড়ুন- সেক্সে আপত্তি, স্ত্রীর যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে দিলেন স্বামী
এর পরই মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থার দাবি জানাতে থাকেন অন্যান্য শ্রমিকরা। ক্ষতিপূরণের দাবি মেনেও নিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পিছনে ক্রেন চালকের কোনও 

গাফিলতি রয়েছে কি না তা খতিয়ে দেখছে সংস্থা।  

.