চাকরি না ছাড়তে স্বামীর চাপ, অবসাদে আত্মঘাতী গৃহবধূ

Updated By: Oct 31, 2017, 02:03 PM IST
চাকরি না ছাড়তে স্বামীর চাপ, অবসাদে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব সংবাদদাতা : বিয়ের পর থেকে আর চাকরি করতে চাইছিলেন না। পুনে ছেড়ে বেঙ্গালুরুতে গিয়েই থাকতে চাইছিলেন তিনি। কিন্তু, স্বামী কিংবা শ্বশুরবাড়ির লোক রাজি ছিলেন না। তাই নিয়েই চলছিল টানাপোড়েন। শেষ পর্যন্ত টানাপোড়েন সহ্য করতে না পেরে, আত্মহত্যা করলেন এক গৃহবধূ।

জানা যাচ্ছে, উত্তরপাড়ার বাসিন্দা পারমিতার সঙ্গে বিয়ে হয় বালির বাসিন্দা কৌস্তভ বক্সির। বিয়ের আগে থেকেই কৌস্তভ চাকরি সূত্রে থাকতেন বেঙ্গালুরুতে। এবং, পারমিতা থাকতেন পুনেতে। কিন্তু, বিয়ের পর চাকরি ছেড়ে স্বামীর সঙ্গেই থাকতে চাইছিলেন পারমিতা। কিন্তু, তাতে রাজি ছিলেন না কৌস্তভ। রাজি ছিলেন না বক্সি পরিবারের সদস্যরাও। যা নিয়ে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল।

আরও পড়ুন : বাক্সের মধ্যে ২টি মাথা, যুবকের ফ্ল্যাট থেকে উদ্ধার ৯টি মৃতদেহ 

চাকরি করতে বাধ্য হওয়ায় ক্রমে অবসাদে ভুগতে শুরু করেন ওই গৃহবধূ। ছুটি নিয়ে সম্প্রতি উত্তরপাড়ার বাড়িতে আসেন তিনি। আচমকাই সেখানে আত্মহত্যা করেন পারমিতা। মৃত্যুর জন্য স্বামীকে দায়ী করে সুইসাইড নোটও রেখে যান পারমিতা। ওই সুইসাইড নোট প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

.