মোবাইলে মগ্ন ছিল মেয়ে, পাশের ঘরে পোস্টমাস্টার যা করলেন...

প্রথমে চাকরি যায়, তারপর থেকেই সংসারে নানা অশান্তি ঘনায়। একটা সময়ের পর থেকেই স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করেন।

Updated By: Jul 3, 2022, 08:01 PM IST
মোবাইলে মগ্ন ছিল মেয়ে, পাশের ঘরে পোস্টমাস্টার যা করলেন...

প্রদ্যুৎ দাস: চাকরি চলে যায়। তা নিয়ে অবসাদ তো ছিলই। এর সঙ্গে যোগ হয় স্বামীর সঙ্গে বিবাদ। ফলে মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন। আর তারপরই এই বিপত্তি।

জলপাইগুড়ির বাসিন্দা রত্না সরকার। ছিলেন পোস্টঅফিসের কর্মী। পোস্টমাস্টারও হন। কিন্তু ১০ বছর আগে ঘটনাচক্রে চাকরি চলে যায়। আর্থিক অনটন দেখা দেয়। অবসাদ গ্রাস তো করেই। আরও নানা সমস্যা দেখা যায়। এদিকে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় ভুল বোঝাবুঝি, বিবাদ ঘটার অভিযোগও শোনা যায়। যার জেরে কয়েক বছর পরে স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করেন বলেই শোনা যায় স্থানীয় সূত্রে। মেয়েকে নিয়ে রত্না থাকতেন জলপাইগুড়ির আশ্রমপাড়ায়।

আজ, রবিবার বিকেলে নিজের বাড়িতে আত্মঘাতী হন রত্না সরকার (৫২)। একটি সুইসাইড নোট লিখেছেন তিনি। সেখানে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' পর পর তিনবার লেখা।

রত্নার মেয়ে জানান, তিনি পাশের ঘরেই মোবাইলে দেখছিলেন। খাবার খাওয়ার জন্য মা'কে ডাকতে গিয়ে দেখেন, গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলে রয়েছেন তাঁর মা! ঘটনার তদন্তে নামে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস।

আরও পড়ুন: Shantipur: সদ্যোজাতকে ঘরে তালা দিয়ে পালাল মা, ১০ ঘণ্টা পর উদ্ধার দুধের শিশু

.