বাঁশঝাড়ে 'লুকানো' বোমা! খেলতে গিয়ে মৃত্যু শিশুর

প্রাথমিকভাবে অনুমান, বাঁশঝাড়ে রাখা ছিল বোমা। সেই বোমা ফেটেই মৃত্যু।

Updated By: Mar 17, 2019, 10:23 AM IST
বাঁশঝাড়ে 'লুকানো' বোমা! খেলতে গিয়ে মৃত্যু শিশুর

নিজস্ব প্রতিবেদন : বোমা ফেটে মৃত্যু হল তৃতীয় শ্রেণির এক ছাত্রের। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের দক্ষিণ ঝাড়বাড়িতে। মৃতের নাম আলা হজরত ওরফে ইমরান।

স্থানীয়রা বলছেন, বাড়ির পাশে একটি বাঁশঝাড়ের কাছে খেলছিল ইমরান। হঠাত্ বিস্ফোরণের শব্দ পেয়ে ছুটে যান প্রতিবেশী ও পরিজনরা। রক্তাক্ত ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন, সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল! 'বেকায়দায়' দিলীপ ঘোষ

প্রাথমিকভাবে অনুমান, ওই বাঁশঝাড়েই বোমা রাখা ছিল। খেলতে গিয়ে তাতে হাত লেগেই এই কাণ্ড। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোমা কোথা থেকে এল? কেন বোমা মজুত করা হয়েছিল? জানতে তদন্তে শুরু করেছে পুলিস। উত্তেজনা এড়াতে এলাকায় পুলিস মোতায়েন করা হয়েছে। শিশুটির দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

.