পুড়ে ছাই চিনার পার্কের আখতার বস্তি, লকডাউনে ফের গৃহহীন প্রায় ৫০০ মানুষ

ঘড়িতে তখন ঠিক ১২টা। আচমকাই বিকট শব্দ কেঁপে উঠল সিটি সেন্টার টু-এর পিছনের আখতার বস্তি। কিছু বুঝে ওঠার আগে হু হু করে ছড়াল আগুন। 

Updated By: Jun 2, 2020, 11:25 PM IST
পুড়ে ছাই চিনার পার্কের আখতার বস্তি, লকডাউনে ফের গৃহহীন প্রায় ৫০০ মানুষ

নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মধ্যেই বিধ্বংসী আগুন। পুড়ে ছাই চিনার পার্কের আখতার বস্তি। চোখের নিমেষে মাথার ওপর ছাদ হারিয়ে নিঃস্ব শ-পাঁচেক মানুষ। দ্রুত তাঁদের ঘর বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বিধাননগর পুরনিগম। 

ঘড়িতে তখন ঠিক ১২টা। আচমকাই বিকট শব্দ কেঁপে উঠল সিটি সেন্টার টু-এর পিছনের আখতার বস্তি। কিছু বুঝে ওঠার আগে হু হু করে ছড়াল আগুন। নিমেষে পুড়ে খাক ১৫০ ঝুপড়ি ঘর। লকডাউনের মধ্যেই মাথার ওপরের ছাদ হারালেন ৫০০ মানুষ। 

দমকলে খবর যায়। তবে, তার আগেই উদ্ধারে ঝাঁপিড়ে পড়ে বস্তির ছেলেরাই। পাশের ডোবা থেকে জল টেনে নিজেরাই আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে পৌছয় দমকলের ৫টি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টার নিয়ন্ত্রণে আসে আগুন। খবর পেয়ে পৌছে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

আগেও দুবার অভিজাত শপিং মলের পিছনের এই বস্তিতে আগুন লাগে। পাঁচ বিঘার জমির ওপর এই বস্তিতেই কেন বার বার আগুন? নেপথ্যে কোনও প্রোমোটিং চক্র কাজ করছে কি? খতিয়ে দেখছে পুলিস।

.