Yaas বিধ্বস্ত পাথরপ্রতিমা-গোসাবায় Central Team, নদীপথে ঘুরে দেখলেন এলাকা
ঘুরে দেখলেন নদী বাঁধের অবস্থা, দুর্গদের সঙ্গে কথা।
নিজস্ব প্রতিবেদন: ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গোসাবা, পাথরপ্রতিমায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানকার দু্র্গত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা। নদী পথে পরিদর্শন করে তীরবর্তী গ্রামগুলি। দেখেন নদী বাঁধগুলির অবস্থাও।
এদিন দুটি দলে ভাগ হয়ে দক্ষিণ ২৪ পরগনার উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। প্রথম দলটি হেলিকপ্টারে পাথরপ্রতিমা পৌঁছায়। রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মহেন্দ্রপুর এসবি হাইস্কুলের মাঠে তৈরি হেলিপ্যাডে নামেন তাঁরা। সেখান থেকে লঞ্চে করে নদী তীরবর্তী গ্রামগুলির অবস্থা দেখেন। অন্য একটি দল সড়ক পথে গোসাবা পৌঁছায়।বিদ্যাধরী নদীর তীরবর্তী গ্রামগুলোর অবস্থা পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। দুর্গত এলাকার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন।
আরও পড়ুন: শীতলকুচিতে বুথের ভেতরে ব্ল্যাকবোর্ডে গুলি! ঘটনাস্থলে CID-র ব্যালিস্টিক টিম
আরও পড়ুন: আজ দক্ষিণ ২৪ পরগণার ক্ষয়ক্ষতি পরিদর্শন কেন্দ্রীয় দলের, মঙ্গলে দীঘা যাত্রা
স্থানীয় প্রশাসনের তরফে কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়া হয়। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, ইয়াস-ক্ষত নিরাময়ে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে, কেন্দ্রীয় প্রতিনিধিদের সমস্ত বিষয়ে জানান হয়। প্রতিনিধিদল আসার আগেই সুন্দরবনের গোসাবায় বিভিন্ন অভিযোগ নিয়ে হাজির হন গ্রামবাসীরা। কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি জানান তাঁরা। আগামিকাল ইয়াস বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরে যাবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)