প্রার্থীদের বায়োডাটা, বনগাঁ: দুই মতুয়া ধর্মগুরু তৃণমূল-বিজেপির হয়ে সম্মুখসমরে, লড়াইয়ে রয়েছে কংগ্রেস-সিপিএমও
বনগাঁ, উত্তর ২৪ পরগনা
বনগাঁ। উত্তর ২৪ পরগনার অন্যতম আলোচিত কেন্দ্র। ২০১৪ সালে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন কপিলকৃষ্ণ ঠাকুর। তাঁর প্রয়াণের পর উপনির্বাচনে জয়ী হন স্ত্রী ঠাকুর। তিনি এবারও তৃণমূলের প্রার্থী। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী করেছে ঠাকুর পরিবারের অন্যতম সদস্য শান্তনু ঠাকুরকে। তৃণমূলের মমতা ঠাকুর সম্পর্কে তাঁর জেঠিমা। এছাড়াও লড়াইয়ে রয়েছেন আরও দুই গুরুত্বপূর্ণ প্রার্থী। একজন কংগ্রেসের সৌরভ প্রসাদ। আর দ্বিতীয়জন সিপিএমের অলোকেশ দাস। এই চার প্রার্থী হলফনামায় কী কী জানালেন, দেখে নিন একনজরে-
মমতা ঠাকুর, তৃণমূল কংগ্রেস |
|
বয়স |
৫১ বছর |
ঠিকানা |
ঠাকুরবাড়ি, ঠাকুরনগর, গাইঘাটা, উত্তর ২৪ পরগনা |
আয় |
মমতা- ১২১৯১১০ টাকা (২০১৭-১৮), ২১৯৭৫০ টাকা (২০১৩-১৪) |
মামলা |
চারটে অভিযোগ। একটি অসমের শিলচরে। সেখানে দলের কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় অসম পুলিসের দায়ের করা অভিযোগ। ঠাকুরনগরে মতুয়াদের রেল অবরোধে যোগ দেওয়ার জন্য একটি অভিযোগ রয়েছে রেল পুলিসে। গাইঘাটা থানায় তিনটি অভিযোগ। তিনটি অভিযোগ বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর ও শান্তনুর বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের দায়ের করা। তিনটিই ভুয়ো বলে দাবি হলফনামায়। |
হাতে নগদ |
মমতা- ১৫৮৬২০৪ টাকা |
অস্থাবর সম্পত্তি |
মমতা- ৮৬৬১০৯৬.০৪ |
স্থাবর সম্পত্তি |
মমতা- ১৭৫৮৫৫৩ টাকা, |
ঋণ |
নেই |
শিক্ষা |
অষ্টমশ্রেণি |
পেশা |
ধর্মগুরু ও সমাজসেবা |
শান্তনু ঠাকুর, বিজেপি |
|
বয়স |
৫৫ বছর |
ঠিকানা |
উত্তর চিকনপাড়া, ঠাকুরনগর, গাইঘাটা, উত্তর ২৪ পরগনা |
আয় |
শান্তনু- ৩৮৬৯৯২ (২০১৮-১৯) |
মামলা |
গাইঘাটা থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে চলছে আটটি মামলা। বেআইনিভাবে অন্যের বাড়িতে প্রবেশ, অপরাধমূলক উদ্দেশ্যে আঘাত, মহিলার সঙ্গে অভব্যতা, মানহানি, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীকে বাধাদান, চুরি ও প্রতারণার অভিযোগ রয়েছে। |
হাতে নগদ |
শান্তনু- ২৫০০০০ টাকা, স্ত্রী- ১২০০০০ টাকা |
অস্থাবর সম্পত্তি |
শান্তনু- ৩৯৮০০০০ টাকা, স্ত্রী-১২৮৫৩৮৮ টাকা |
স্থাবর সম্পত্তি |
শান্তনু- ৩৯৮০০০০ টাকা, স্ত্রী- ১২৮৫৩৮৮ টাকা |
ঋণ |
নেই |
শিক্ষা |
বিএ, কর্নাটক মুক্ত বিশ্ববিদ্যালয় ও হসপিটালিটি ম্যানেজমেন্টে অ্যাডভান্সড ডিপ্লোমা, ক্যারিক ইনস্টিটিউট অফ এডুকেশন, সিডনি, অস্ট্রেলিয়া |
পেশা |
ধর্মগুরু ও সমাজসেবা |
সৌরভ প্রসাদ, কংগ্রেস |
|
বয়স |
২৮ বছর |
ঠিকানা |
পার-পতিরাম, আত্রেয়ী, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর |
আয় |
সৌরভ– ২৮৮৭৮০ (২০১৮-১৯), ২২৩০৯০ (২০১৫-১৬) |
মামলা |
বালুরঘাট থানায় তিনটি অভিযোগের ভিত্তিতে মামলা। বেআইনি জমায়েত, সরকারি কাজে বাধা, অপরাধমূলক প্রচেষ্টা। |
হাতে নগদ |
সৌরভ- ২০১৫৮ টাকা |
অস্থাবর সম্পত্তি |
সৌরভ- ৬৫৫৩৯৮.৯৭ টাকা |
স্থাবর সম্পত্তি |
সৌরভ- ২৩৭০৬৭০ টাকা |
ঋণ |
নেই |
শিক্ষা |
এলএলবি, বালাসোর ল কলেজ |
পেশা |
আইনজীবী |
অলোকেশ দাস, সিপিএম |
|
বয়স |
৫৫ বছর |
ঠিকানা |
কল্যাণী, নদিয়া |
আয় |
অলোকেশ- ২৪০০০০ টাকা (২০১৮-১৯), ২৪৯৫৭০ (২০১৪-১৫) স্ত্রী- ৭৬৬৮৯৬ টাকা (২০১৭-১৮), ৪৯৫৪৬৬ (২০১৩-১৪) |
মামলা |
নৈহাটির জিআরপি থানায় একটিমাত্র অভিযোগে মামলা। বামফ্রন্টের পক্ষে শিমুরালি রেল স্টেশনে বিক্ষোভের জেরে ওই অভিযোগ দায়ের হয়। |
হাতে নগদ |
অলোকেশ- ২০০০ টাকা, স্ত্রী- ৭০০০ টাকা |
অস্থাবর সম্পত্তি |
অলোকেশ- ১০৮৬১৫ টাকা, স্ত্রী- ১৪৪৮৩৬২ টাকা |
স্থাবর সম্পত্তি |
অলোকেশ- ২০০০০০০ টাকা, স্ত্রী- ২০০০০০০ টাকা |
ঋণ |
নেই |
শিক্ষা |
কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক |
পেশা |
প্রাক্তন সাংসদ |