Panchayat Election 2023: 'মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ফর্ম বি জমা দেবেন কংগ্রেস প্রার্থীরা'!

বিডিও অফিস চত্বরে রীতিমতো মারধর করে কংগ্রেস প্রার্থীদের কাছ থেকে ফর্ম বি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।

Updated By: Jun 21, 2023, 07:08 PM IST
Panchayat Election 2023: 'মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ফর্ম বি জমা দেবেন কংগ্রেস প্রার্থীরা'!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিডিও অফিসের সামনে ধরনায় বসেছিলেন স্বয়ং অধীর চৌধুরী। মুর্শিদাবাদের বড়ঞায় কংগ্রেস প্রার্থীদের ফর্ম বি জমা দিতে হবে। শুধু তাই নয়, ফর্ম জমা নেওয়ার সময়ে থাকবে CRPF-র নিরাপত্তা। রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শেষ। এখন চলছে স্ক্রুটিনি বা মনোনয়ন খতিয়ে দেখার কাজ। কে কোন দলের প্রতীক পেয়েছেন? ফর্ম-বি জমা দিতে হয় প্রার্থীদের।

আরও পড়ুন: Panchayat Election 2023: 'এই বাংলা স্থানীয় ভোট করার জন্য উপযুক্ত কিনা, ভেবে দেখা দরকার'!

গতকাল, মঙ্গলবার মুর্শিদাবাদের বড়ঞায় সেই ফর্ম-বি জমা দিতে দিয়েছিলেন কংগ্রেস প্রার্থীরা। অভিযোগ, বিডি অফিস চত্বরে রীতিমতো মারধর করে তাঁদের কাছ থেকে নির্বাচনের নথি কেড়ে নেয় তৃণমূল কর্মী-সমর্থকরা। কেন? এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। মামলাটির শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

এদিকে খবর পেয়ে  বড়ঞায় পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বিডিও অফিসের সামনে ধরনায় বসেন তিনি। কলকাতা নির্বাচন কমিশনের অফিসর সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকরা। অধীর বলেন, 'কালকের মধ্যে সকলের যে বি-ফর্ম, সেই ফর্ম জমার নেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং নির্বাচন কমিশনকে কৈফিয়ত দিতে হবে কেন আমাদের সঙ্গে অন্যায় হয়েছে? এটা নৈতিক জয়'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.