ছাদনাতলায় রক্তদান শিবির, নজর কাড়লেন মালদার শিক্ষক

ভাবতেই পারেন শুভ অনুষ্ঠান বাড়িতে বিপদ হয়েছে। কিন্তু না। বিপদ নয়, নব দম্পতির বিশেষ এক উদ্যোগ

Updated By: Mar 3, 2018, 10:03 PM IST
ছাদনাতলায় রক্তদান শিবির, নজর কাড়লেন মালদার শিক্ষক

নিজস্ব প্রতিবেদন:  দুই হাত এক হওয়ার অনুষ্ঠান। সাত পাকে বাধা হচ্ছেন তাঁরা। বাড়িতে তোড়জোড়। সানাইএর মিষ্টি সুর। নব দম্পতি সেজে তৈরী। আত্মীয় পরিজন ও বাড়ির সদস্যরাও তৈরী। এমন শুভ অনুষ্ঠানে হাজির মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসদের একটি দল।

ভাবতেই পারেন শুভ অনুষ্ঠান বাড়িতে বিপদ হয়েছে। কিন্তু না। বিপদ নয়, নব দম্পতির বিশেষ এক উদ্যোগ। নতুন জীবন শুরুর আগে অনেক জীবন বাঁচিয়ে তোলার প্রতিজ্ঞা। ছাদনাতলায় রক্তদান শিবির করে নজর কাড়লেন মালদার এক শিক্ষক।

অারও পড়ুন-ত্রিপুরার পর কি বাংলা? আশাবাদী বিজেপি, পাত্তাই দিচ্ছে না তৃণমূল

এমন অভিনব উদ্যোগ। তাও আবার মালদা জেলার প্রত্যন্ত ব্লক বামনগোলার মানুলী গ্রামে। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক সুরজিৎ মন্ডল মৃদুলা রায়কে বিয়ে করেন। বিয়ের দিনই তাঁরা ঠিক করেন তাদের এই নতুন জীবনের সূচনা স্মরণীয় করে রাখবেন। তাই রক্তদানের মত এমন শিবির করার সিদ্ধান্ত নেন।স্বামীর এই ইচ্ছাতে মর্যাদা দিয়ে পাশে দাড়িয়েছেন স্ত্রী মৃদুলাও। তাদের এমন উদ্যোগ স্বাভাবিকভাবে নজর কেড়েছে সকলেরই।

.