ফের উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি, সংঘর্ষে মৃত্যু গুলিবিদ্ধ BJP সমর্থকের

মৃতের কাকা সংবাদমাধ্য়মে বলেন, এলাকায় গন্ডগোল চলছিল। এলকায় বাড়িঘর ভাঙচুর হচ্ছে। ও দেখতে গিয়েছিল

Updated By: May 3, 2021, 02:07 PM IST
ফের উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি, সংঘর্ষে মৃত্যু গুলিবিদ্ধ BJP সমর্থকের

নিজস্ব প্রতিবেদন: রবিবার ভোটের ফল প্রকাশের পর থেকেই অল্পবিস্তর সংঘর্ষের খবর আসছে কোচবিহারের শীতলকুচি থেকে।  আজ সেই সংঘর্ষে মৃত্যু হল এক বিজেপি সমর্থকের।

আরও পড়ুন-তুমুল উত্তেজনা ESI হাসপাতালে, Vaccine না পেয়ে রাস্তা অবরোধ মানিকতলায় 

সোমবার ওই সংঘর্ষ বেধে যায় শীতলকুচি বিধানসভার বুড়াপঞ্চার হাট এলাকায়।  সংঘর্ষে গুলিবিদ্ধ হন মানিক মৈত্র নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দিনহাটায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই তাঁর মৃত্যু হয়।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মানিক মৈত্রের বাড়ি বুড়াপঞ্চার হাটের ছোট শালবাড়ী অঞ্চলে। এলাকায় এখনও সংঘর্ষ চলছে।

আরও পড়ুন-রাজ্য-কেন্দ্রকে Lockdown-র পরামর্শ সুপ্রিম কোর্টের 

মৃতের কাকা সংবাদমাধ্য়মে বলেন, এলাকায় গন্ডগোল চলছিল। এলকায় বাড়িঘর ভাঙচুর হচ্ছে। ও দেখতে গিয়েছিল। সেখানেই ভিড়ের মধ্যে থেকে ওকে গুলি করা হয়েছে। কে গুলি করছে তা বোঝা যাচ্ছে না।  

.