Jitendra Tiwari: 'বেসুরো' জিতেন্দ্র তিওয়ারি? রাজ্য সরকারি প্রকল্পের 'প্রশংসা'য় বিজেপি নেতা!

"প্রকল্পগুলির সহজেই সুফল পেয়েছে সাধারণ মানুষ। এটা আমার ব্যক্তিগত মতামত।" 

Updated By: Apr 19, 2022, 03:27 PM IST
Jitendra Tiwari: 'বেসুরো' জিতেন্দ্র তিওয়ারি? রাজ্য সরকারি প্রকল্পের 'প্রশংসা'য় বিজেপি নেতা!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : আসানসোল উপনির্বাচনে বিজেপির হারের পর কি 'বেসুরো' জিতেন্দ্র তিওয়ারি? টুইটে যেন উসকে দিচ্ছে সেই জল্পনা। টুইটে রাজ্য সরকারি প্রকল্পের ঢালাও প্রশংসা করেছেন জিতেন্দ্র তিওয়ারি। আর তাতেই বিতর্ক ছড়িয়েছে। যদিও জল্পনা নস্যাৎ করে পাল্টা 'সাফাই'ও দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।

জিতেন্দ্র তিওয়ারি টুইটে লিখেছেন, "দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রীর মত প্রকল্পগুলির সহজেই সুফল পেয়েছে সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের ভোটারদের উপর এটা খুব প্রভাব ফেলেছে। এটা আমার ব্যক্তিগত মতামত।"  তাঁর এই টুইটের পরই বিতর্ক ছড়ায়। প্রসঙ্গত, সোমবার টাকা বন্টন ইস্যুতে আসানসোলে জেলা বিজেপি কার্যালয়ে তুলকালাম বাধে। হাতাহাতি পর্যন্ত গড়ায় বিষয়টি। জেলা নেতৃত্ব থেকে বহিরাগতদের তাড়িয়ে দলের পুরনো মুখদের আনার দাবি জানান কর্মীরা। 

সূত্রের খবর, জিতেন্দ্র তিওয়ারি সহ বেশ কয়েকজন তৃণমূল থেকে বিজেপিতে আসার পর থেকেই আসানসোল বিজেপি কর্মীদের একটা বড় অংশ অত্যন্ত অখুশি। তাঁদের অভিযোগ, তৃণমূলে থাকাকালীন তাঁরা বিজেপি কর্মীদের নানাভাবে হেনস্থা করতেন, এমনকী ধর্ষণের মামলাতেও ফাঁসিয়েছেন। তাঁদের বক্তব্য, এই বহিরাগতদেরই দলের দায়িত্ব দেওয়ায় আসানসোল উপনির্বাচনে বিজেপির এই শোচনীয় পরাজয়। সেই প্রসঙ্গে জেলা নেতৃত্বর কাছেই কাল রীতিমত কৈফিয়ত তলব করেন বিজেপি কর্মীরা। এরপরই জিতেন্দ্র তিওয়ারির টুইট যেন সেই বিতর্কে আরও ঘি ঢালে। 

যদিও জিতেন্দ্র তিওয়ারি পাল্টা দাবিতে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি 'সাফাই' দেন, "পর পর দুটো টুইট করেছি। পরেরটা আপনারা পড়ছেন না।" দাবি করেন, "রাজ্য সরকারের প্রকল্পগুলির তালিকা হাতে বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে হুমকি দিয়েছিল তৃণমূল। বলা হয়েছে, তৃণমূল লিড না পেলে এগুলো সব বন্ধ হয়ে যাবে। তাই তারা আসানসোলে জিতেছে। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।" 

আরও পড়ুন, Kolkata Shootout: সিন্ডিকেট বিবাদে দিনেদুপুরে বাঁশদ্রোণীতে শুটআউট, গুলি-পাল্টা গুলি! জখম ২

Tapan Kandu Murder: তপন কান্দু খুনের পিছনে আছে 'বড় মাথা'! আদালত চত্বরে বিস্ফোরক সত্যবান

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.