BJP Candidate Crying: 'ভোট দিতে দিচ্ছে না', বুথের বাইরে হাউ হাউ করে কান্না বিজেপি প্রার্থীর

Municipal Election 2022: "ওরা সবাই ২-৩ বার করে ভোট দিয়ে যাচ্ছে।"

Updated By: Feb 27, 2022, 11:40 AM IST
BJP Candidate Crying: 'ভোট দিতে দিচ্ছে না', বুথের বাইরে হাউ হাউ করে কান্না বিজেপি প্রার্থীর
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : অঝোরে কাঁদছেন বিজেপি বিজেপি প্রার্থী। পুরভোটে (Municipal Election 2022) এমনই ছবি ক্যামেরাবন্দি হয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁ (Bangaon Municipality) পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে। শাসকদল তৃণমূলের (TMC) বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ এনে কেঁদে ভাসালেন বিজেপি প্রার্থী (BJP Candidate) সীমা বিশ্বাস।

৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লি বনবিহারী প্রাথমিক বিদ্যালয় বুথের ঘটনা। অভিযোগ, এদিন ভোট শুরু হতেই অশান্তি ছড়ায় ওই ওয়ার্ডে। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই বুথের নির্দল প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্ট (মেয়ে) মারধরের অভিযোগ করেন তৃণমূল (TMC) প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। একইসঙ্গে তাঁদের বুথের ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন নির্দল প্রার্থী। আরও অভিযোগ, নির্দল প্রার্থীর ২ মেয়ের ফোনও ভেঙে দেওয়া হয়েছে। এই অভিযোগে ইতিমধ্যেই থানায় দ্বারস্থ হয়েছেন ওই নির্দল প্রার্থী।

ওদিকে ওই একই ওয়ার্ডের বিজেপি প্রার্থী (BJP Candidate) সীমা বিশ্বাস তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ এনে কেঁদে ভাসালেন। বুথের বাইরে অঝোরে কাঁদতে দেখা গেল তাঁকে। কাঁদতে কাঁদতেই তিনি অভিযোগ করেন, "মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। কাউকে ভোট দিতে দিচ্ছে না। ওরা সবাই ২-৩ বার করে ভোট দিয়ে যাচ্ছে।" যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী বন্দনা দাস। তিনি পাল্টা অভিযোগ করেন, বিরোধীরা তাঁদের উপরে হামলা চালিয়েছে। আর এখন 'নাটক' করছে।

আরও পড়ুন, Municipal Election 2022: বিক্ষোভ, বচসা, আক্রান্ত, 'উৎসবের মেজাজ' নয়, সকাল থেকেই উল্টো ছবি পুরভোটে!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.