দাপুটে 'কমরেড' তড়িত্ তোপদারের বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং!
আর তাঁর যাওয়া নিয়েই রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। তবে ফোনে তড়িত্ বাবু জানিয়েছেন, ''ওঁ শুধু আর্শীবাদ নিতেই আমার কাছে এসেছিলেন।''
নিজস্ব প্রতিবেদন: ছ'বারের সাংসদ! দাপুটে কমরেড নেতা। একদা তাঁর কথাতেই 'উঠত-বসত' বারাকপুর। তিনি প্রাক্তন সাংসদ তড়িত্ বরণ তোপদার। তাঁর কাছেই গেলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তা নিয়েই রাজনৈতিক জল্পনা তুঙ্গে! ফোনে অর্জুন সিংয়ের তাঁর বাড়িতে আসার কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি প্রবীণ নেতা।
সাংসদ হিসাবে অবসর নিয়েছেন খাতায় কলমে। তবে মন থেকে রাজনীতি এখনও ভালোবাসেন তিনি। সূত্রের খবর, তাতাঁর বাড়িতে সম্প্রতি দেখা করতে গিয়েছিলেন তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং।
আলিপুরদুয়ারে জনসভা, শুক্রবার রাজ্যে আসছেন অমিত শাহ
আর তাঁর যাওয়া নিয়েই রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। তবে ফোনে তড়িত্ বাবু জানিয়েছেন, ''ওঁ শুধু আর্শীবাদ নিতেই আমার কাছে এসেছিলেন।'' তিনি বলেন, ''আমি ২০ বছরের সাংসদ ছিলাম। আমার কাছে ওঁ আসতেই পারে। রাজনীতি নিয়ে কথা হয়েছে। তবে ওঁ আমার কাছে আর্শীবাদ চাইতেই এসেছিলেন।''
নিরপেক্ষ ভাবে ভোট করাতে যে পদক্ষেপ নেওয়া দরকার তা কমিশন নিচ্ছে না, অভিযোগ বিজেপির
এবিষয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, 'তড়িত্ বাবু দীর্ঘজীবনের সাংসদ। ওঁর কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে ওঁর কাছে আর্শীবাদ নিতে গিয়েছিলাম।''