আলিপুরদুয়ারে জনসভা, শুক্রবার রাজ্যে আসছেন অমিত শাহ

অঞ্জন রায়

Updated By: Mar 28, 2019, 11:09 PM IST
আলিপুরদুয়ারে জনসভা, শুক্রবার রাজ্যে আসছেন অমিত শাহ

অঞ্জন রায়

প্রথম দফা নির্বাচনের আগে ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শুক্রবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী জন বার্লার সমর্থনে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে সভা করবেন। 

তবে শুধুই অমিত শাহই নন, এই সভায় উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলীস বিজয়বর্গীয়, বিজেপি নেতা মুকুল রায়, বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যদের। উত্তরবঙ্গ থেকে এবার বেশকয়েকটি আসন ঝুলিতে ভরতে মরিয়া বিজেপি। চা-বাগান হোক কিংবা পাহাড় উত্তরবঙ্গের পহাড়-জঙ্গলে ঘেরা জমি এখনও অনেকটা অচেনা তৃণমূলের কাছে। সেই সুযোগে বাংলাদেশ সীমান্ত লাগোয়া কোচবিহার, বা চা-বাগান অধ্যুসিত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার কেন্দ্রগুলিকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। তাছাড়া পশ্চিমবঙ্গে প্রথম দফ নির্বাচনও শুরু হচ্ছে আলিপুরদুয়ার ও কোচবিহার দিয়ে। তাই সবার আগে সেখানেই সভা করতে চলেছেন অমিত শাহ।

https://zeenews.india.com/bengali/live-tv

লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ছত্রভঙ্গ বিরোধী শিবির। ইতিমধ্যেই তৃণমূল-বিজেপির আঁতাতের অভিযোগে বারবার সরব হয়েছে বামেরা। সেই দাবি মিথ্য প্রমাণ করতে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কতটা সুর চড়ান সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। 

প্রসঙ্গত, প্রথমদফা নির্বাচনের আগে দিন-ই রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। তার আগের দিন ১০ এপ্রিল রাজ্যে আসছেন মোদী। ১০ তারিখ বালুরঘাটে জনসভায় যোগ দেবেন তিনি। ভোট মরশুমে এটি রাজ্যে মোদীর তৃতীয় জনসভা হতে চলেছে বলে বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে।

.