পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তের মুকুটে নয়া পালক, জয় করলেন বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরি

কেউ তাঁকে বলতেই পারেন, তিনি স্বপ্নসন্ধানী। কিন্তু শুধু স্বপ্নই দেখেন না তিনি, তা সত্যিও করেন। ওজোস ডেল সালাডোয় পা রাখলেন সত্যরূপ সিদ্ধান্ত।

Updated By: Jan 16, 2018, 06:41 PM IST
পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তের মুকুটে নয়া পালক, জয় করলেন বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরি

মউপ্রিয়া নন্দী: অ্যাডভেঞ্চারের নেশা। দুর্গমকে জয় করার নেশা। সেই নেশাই ছুটিয়ে নিয়ে চলেছে পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তকে। বহরমপুরের ইঞ্জিনিয়ারের মুকুটে যুক্ত হচ্ছে একের পর এক পালক। সোমবার পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি ওজস ডেল সালাডো জয় করেন বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। ফেসবুকের মাধ্যমে পৌছে দিয়েছেন সেই বার্তা।

কেউ তাঁকে বলতেই পারেন, তিনি স্বপ্নসন্ধানী। কিন্তু শুধু স্বপ্নই দেখেন না তিনি, তা সত্যিও করেন। ওজোস ডেল সালাডোয় পা রাখলেন সত্যরূপ সিদ্ধান্ত।

আরও পড়ুন: তারস্বরে চেঁচিয়ে গ্রামবাসীকে অঘটনের বার্তা দিল দুই দাঁতাল

চিলি ও আর্জেন্টিনার সীমান্তে আন্দিজ পর্বতমালায় অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি। উচ্চতা ৬,৮৯৩ মিটার। সত্যরূপের আগে ওজোস ডেল সালাডোয় পা রেখেছিলেন পর্বতারোহী মাল্লি মাস্তান বাবু। ডেল সালাডোয় ওঠার সময় অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মুখে পড়তে হয় সত্যরূপকে। শিখর ছোঁয়ার শেষ পর্যায় অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ পথে পেরোতে হয়েছে সত্যরূপকে।

ভারতীয় সময় সোমবার রাত ৯.৩০ মিনিট নাগাদ ওজোস ডেল সালাডোয় পা রাখেন তিনি। ৫ দিন আগেই ট্রেস ক্রুসেস সামিট করার পরিকল্পনা বাতিল করতে হয় সত্যরূপকে। কাছাকাছি পৌঁছেও অসুস্থ হয়ে পড়েন তিনি। ফ্রস্টবাইট থেকে অল্পের জন্য রক্ষা পান। অ্যাডভেঞ্চারাস গ্র্যান্ডস্লামের খুব কাছাকাছি পৌছে গেছেন সত্যরূপ।

আরও পড়ুন: জঙ্গলে যুবককে যৌন নির্যাতন, তদন্তে নেমে বিস্মিত পুলিস!

ইতিমধ্যেই ৭ মহাদেশের ৭ সর্বোচ্চ শৃঙ্গে পা রেখে ফেলেছেন। মাউন্ট কসকিয়স্কো, মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট এভারেস্ট, কারস্টেন্টজ, মাউন্ট এলব্রুজ, মঁ ব্লাঁ, মাউন্ট ডেনালি, মাউন্ট অ্যাকনকাগুয়া, ভিনসন ম্যাসিফের চূড়ায় পা রেখেছেন সত্যরূপ। সেভেন সামিট সম্পূর্ণ। ১১১ কিলোমিটার স্কি করে দক্ষিণ মেরুর শেষ বিন্দুতেও পৌঁছে গেছেন অবলীলায়।

পাহাড়ের বাঁকে বাঁকে চ্যালেঞ্জ। দুর্গম প্রকৃতিকে জয় করার চ্যালেঞ্জ। উঁচু থেকে আরও উঁচু। আরও দুর্গমে পা রাখা। সেই প্যাশন বুকে আগলে রেখেছেন সত্যরূপ সিদ্ধান্ত।

.