কুলতলিতে অস্ত্র কারখানার হদিশ পেল পুলিস

গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিসের এসওজি ও কুলতলি থানার পুলিস  যৌথভাবে অভিযান চালায়। 

Updated By: Nov 16, 2018, 12:25 PM IST
কুলতলিতে অস্ত্র কারখানার হদিশ পেল পুলিস

নিজস্ব প্রতিবেদন: কুলতলিতে অস্ত্র কারখানার হদিশ। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। দুজনকে গ্রেফতার করা হয়েছে।  ধৃতদের নাম বিশ্বনাথ মণ্ডল ও বিকাশ মণ্ডল।

আরও পড়ুন: বিয়ের ১ বছরে মেটেনি চাহিদা,  কালীপুজোর রাতে নিজের স্ত্রীকে ভরা রাস্তায় যা করলেন স্বামী

গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিসের এসওজি ও কুলতলি থানার পুলিস  যৌথভাবে অভিযান চালায়। বিশ্বনাথ মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিস। তদন্তকারীদের কাছে খবর ছিল, বিশ্বনাথ অস্ত্র তৈরির পাশাপাশি আগ্নেয়াস্ত্র বিক্রি করত। তার বাড়িতে কাজ করত বিহারের এক শ্রমিক। ছট পুজো উপলক্ষে সে বাড়ি গিয়েছে।

 

আরও পড়ুন: চা বাগানের ম্যানেজারের ওপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, তারপর...

ধৃতদের কাছ থেকে ৬ টি বন্দুক, ৬ রাউন্ড গুলি, বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে। এছাড়াও লোহার বাট, ড্রিল মেশিন, ফায়ারিং পিন, পালিশ মেশিন সহ বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে।

.