জয়নগরে অস্ত্র কারখানার হদিশ, ধৃত মালিক

জয়নগরের বাটরা গ্রামের বাসিন্দা আবদুল কারি মণ্ডলের বাড়ির একটি ঘরে লেদ কারখানা ছিল।

Updated By: Feb 18, 2019, 12:53 PM IST
জয়নগরে অস্ত্র কারখানার হদিশ, ধৃত মালিক

নিজস্ব প্রতিবেদন: জয়নগরে ফের অস্ত্র কারখানার হদিশ। ঘটনায় গ্রেফতার কারখানার মালিক। ধৃতের নাম আবদুল কারি মণ্ডল।

আরও পড়ুন: মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিআইডি , গঠিত হল সিট

জয়নগরের বাটরা গ্রামের বাসিন্দা আবদুল কারি মণ্ডলের বাড়ির একটি ঘরে লেদ কারখানা ছিল। সেখানেই অস্ত্র বানানো হত বলে অভিযোগ। ওই বাড়িতে  মাঝেমধ্যেই অচেনা মানুষের যাতায়াত দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। গোপন সূত্রে খবর পায় পুলিসও। রবিবার আচমকাই আবদুল কারির বাড়িতে অভিযান চালায় জয়নগর থানার পুলিস।

আরও পড়ুন: 'পুরোটাই নাটক', মেয়ে উদ্ধারের পরই গ্রেফতার লাভপুরের বিজেপি নেতা নিজেই

আবদুল কারির বাড়ি থেকে ৭টি পাইপগান, ১২ টি স্প্রিং, ১৩ টি বন্দুকের বাঁট  উদ্ধার করে পুলিশ। এছাড়াও অস্ত্র তৈরির বহু সরঞ্জাম সহ তিনটি মোবাইল উদ্ধার হয়েছে। পুলিস মনে করছে, জয়নগরের এই বাড়ি থেকেই অস্ত্র তৈরি হয়ে জেলার বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। তবে এর সঙ্গে আর কে কে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিস।  আবদুল কারিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

.