'৫ বছরে সোনার বাংলা গড়ে দেব', Bolpur-এ 'শাহি শো' থেকে অমিত বার্তা

রাস্তার দু"ধারে কাতারে কাতারে মানুষ।

Updated By: Dec 20, 2020, 05:12 PM IST
'৫ বছরে সোনার বাংলা গড়ে দেব', Bolpur-এ 'শাহি শো' থেকে অমিত বার্তা

নিজস্ব প্রতিবেদন: 'মমতা দিদির (Mamata Banerjee) প্রতি বাংলার মানুষের ক্ষোভের প্রতিফলন।' অনুব্রত গড় বোলপুরে (Bolpur) রোড-শোয়ে জনপ্লাবন দেখে অভিভূত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বললেন, 'নরেন্দ্র মোদিকে (Narendra Modi) একবার সুযোগ দিন। ৫ বছরের মধ্যে সোনার বাংলা গড়ে দেব।'

আরও পড়ুন: সংকীর্ণতার বেড়ি ভাঙাই রবীন্দ্র-শিক্ষার উদ্দেশ্য, 'বহিরাগত'র পাল্টা Amit Shah

নজরে একুশের বিধানসভা ভোটে। দু'দিনের সফরে রাজ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মেদিনীপুরে জনসভার পর এবার মেগা রোড-শো অনুব্রত গড় বোলপুরে। এদিন শহরের ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত হুডখোলা জিপে চড়ে Rally করলেন শাহ (Amit Shah)। এই Rally-কে কেন্দ্র স্থানীয় BJP কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল তুঙ্গে। বোলপুরের রাস্তায় কার্যত জনজোয়ার। স্রেফ শাহ-কে (Amit Shah) একবার চোখের দেখা দেখতে রাস্তার দু'ধারে ভিড় করেন বহু মানুষ। কেউ কেউ আবার ফুল ছোঁড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে, পাল্টা ফুল ছুঁড়তে দেখা যায় অমিত শাহ-কেও।

এদিন রোড-শো চলাকালীন হুডখোলা জিপে দাঁড়িয়ে অমিত শাহ (Amit Shah) বলেন,  'আমি জীবনে এমন রোড-শো দেখিনি। বাংলার মানুষ নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কতটা ভালোবাসেন, ভরসা করেন, এই রোড-শো তারই প্রমাণ। বাংলার মানুষ পরিবর্তন চান।' তিনি আরও বলেন, 'এই রোড শো থেকে স্পষ্ট, বাংলার মানুষ মমতা  দিদি (Mamata Banerjee) প্রতি ক্ষুদ্ধ। নরেন্দ্র মোদিকে একবার সুযোগ দিন। ৫ বছরের মধ্যে সোনার বাংলা গড়ে দেব।'

আরও পড়ুন: রাজ্যে এসে ৭ মিথ্যে বলেছেন Amit Shah! ব্যাখ্যা দিলেন Derek O'Brien

উল্লেখ্য, একুশের নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। অন্তত তেমনটাই মত রাজনৈতিক মহলের। বাংলা জয়ের লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে গেরুয়াশিবির। আজ অমিত শাহ (Amit Shah), তো কাল জেপি নাড্ডা (JP Nadda), রাজ্যে BJP-র সর্বভারতীয় নেতাদের আনাগোনা বাড়ছে।  কিন্তু ভোটে জিতলে BJP সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন? এই প্রশ্ন কিন্তু উঠছে বারবার। এদিন বোলপুরে সেই প্রশ্নের স্পষ্ট জবাব দিয়েছেন অমিত শাহ (Amit Shah)। Zee ২৪ ঘণ্টা তিনি জানিয়েছেন, 'বাংলা থেকেই হবেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি-ই।'

.